Tuesday, October 15, 2024
HomeModel ActivityClass 9Model Activity Task 2021 September Model Activity Task Part – 6 |...

Model Activity Task 2021 September Model Activity Task Part – 6 | Class- 9 | Physical Science মডেল অ্যাক্টিভিটি টাস্ক ২০২১ | সেপ্টেম্বর নবম শ্রেণী| ভৌত বিজ্ঞান | পার্ট -৬

Model Activity Task 2021 September

Model Activity Task Part – 6 | Class- 9 |

Physical Science

মডেল অ্যাক্টিভিটি টাস্ক ২০২১ | সেপ্টেম্বর

নবম শ্রেণী| ভৌত বিজ্ঞান | পার্ট

. ঠিক উত্তর নির্বাচন কর :

. কোন স্প্রিংয়ের বল ধ্রুবকের একক হল

(ক) Nm          (খ) Nm2

(গ) N/m2         () N/m

. গাঢ় উত্তপ্ত নাইট্রিক অ্যাসিড তামার বিক্রিয়ায় নাইট্রোজেনের যে অক্সাইড উৎপন্ন হয় তা হল

(ক) N205         (খ) N20

() NO2           (ঘ) NO

. একটি বলকে খাড়াভাবে উপরের দিকে ছোঁড়া হল। যাত্রাপথের সর্বোচ্চ বিন্দুতে বলটির

(ক) গতিশক্তি সর্বাধিক                        () স্থিতিশক্তি সর্বাধিক

(গ) গতিশক্তি ও স্থিতিশক্তির মান সমান। (ঘ) গতিশক্তি অপেক্ষা স্থিতিশক্তির মান কম।

. নীচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা তা নিরূপণ কর :

. ব্যারোমিটারের পাঠ দ্রুত কমতে থাকলে বোঝা যায় যে নিম্নচাপের সৃষ্টি হয়েছে।

: সত্য

. যে দ্রবণে মিথাইল অরেঞ্জের রঙ হলুদ তার pH >7

: সত্য

. কার্য একটি ভেক্টর রাশি।

: মিথ্যা

, সংক্ষিপ্ত উত্তর দাও :

. জলে সোডিয়াম ক্লোরাইডের আয়ন দ্রবীভূত হওয়া আর প্রোটিন অণুর দ্রবীভূত হওয়ার মধ্যে প্রধান পার্থক্য কী তা ব্যাখ্যা কর।

উ: জলে সোডিয়াম ক্লোরাইডের আয়ন দ্রবীভূত হলে দ্রবণটি হয় সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ।

 অপরদিকে জলে প্রোটিন অণু দ্রবীভূত হলে দ্রবণটি হয় কোলয়ডীয় দ্রবণ। যেমন- স্টার্চকে জলে মিশিয়ে গরম করলে স্টার্চের কোলয়ডীয় দ্রবণ উৎপন্ন হয়।

. কোনো বস্তুর ভর m গতিশক্তি E হলে প্রমাণ কর যে বস্তুটির ভরবেগ হল (2mE)1/2

উ:

. নীচের প্রশ্নটির উত্তর দাও :

. একটি জৈব যৌগে ভর অনুপাতে 0.031% ফসফরাস আছে। যদি যৌগটির একটি অণুতে একটিই ফসফরাস পরমাণু থাকে তাহলে যৌগের মোলার ভর নির্ণয় কর (তোমাকে দেওয়া আছে P = 31) যৌগটির একটি অণুর আয়তন সম্বন্ধে তুমি কী বলতে পার?

উঃ ধরি পদার্থটির মোলার ভর= M gm/mol

এবং 100 গ্রাম পদার্থ দেওয়া হয়েছে।

 মোল সংখ্যা (n) = W/M

                        = 100/M

যৌগটির 1 টি অণুতে 1 টি  P পরমাণু থাকে

যৌগটির 1 মোলে  1 মোল P পরমানু= 31g P

∴100 M/mol এ থাকে = (31x 100) /M g P

প্রশ্নানুসারে,

(31x 100) /M = 0.031

বা, M= (31x 100)/0.031

      = 100000

∴ যৌগটির মোলার ভর= 100000gm/mol

যৌগটির একটি অনুর আয়তন হবে=22.4 লিটার

Click Here To Download  The Pdf

 

RELATED POSTS

5 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Recent Posts

error: Content is protected !!