Model Activity task 2021(July)
Class 8 Math ( Part-4)
মডেল অ্যাক্টিভিটি টাস্ক ২০২১ |
অষ্টম শ্রেণী গণিত( পার্ট -৪)
নীচের প্রশ্নগুলির উত্তর লেখো :
1.বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন (MCQs)
(i) -2/3 একটি–
(a) অখণ্ড সংখ্যা (b) ঋণাত্মক পূর্ণসংখ্যা (c) মূলদ সংখ্যা (d) স্বাভাবিক সংখ্যা
(ii).
চিত্রে, আয়তক্ষেত্রাকার জায়গাটির দৈর্ঘ্য এবং প্রস্থের পরিমাপ থেকে ক্ষেত্রফলের পরিমাপে রাশিটির x-এর সহগ হলো –
(a) 2 (b) 1 (c) –6 (d) -3
সমাধানঃ আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল = (2x2 + x)(x-3) বর্গ মিঃ
= 2x3-6x2+x2-3x
=2x3-5x2-3x
(iii) নীচের প্রতি জোড়া সম্পর্কগুলির মধ্যে সঠিক জোড়া সম্পর্কটি হলো (যেখানে a ও b মূলদ সংখ্যা এবং a ≠ 0; b ≠ 0)
(a) a+b=b+a , a-b=b-a
(b) axb=bxa , a÷b=b÷a
(c) a+b=b+a , a÷b=b÷a
(d) a÷b≠b÷a , a-b≠b-a
2.সত্য/মিথ্যা লেখো :
(i) একটি ঘনকের দৈর্ঘ্য y মিটার হলে, উহার আয়তন হবে 3y ঘনমিটার।
মিথ্যা ।
ব্যাখ্যাঃ একটি ঘনকের দৈর্ঘ্য y মিটার হলে, উহার আয়তন হবে y3 ঘনমিটার।
(ii)
চিত্রে, OA⊥OBOA⊥OB এবং কোন ∠ AOB-কে সমদ্বিখণ্ডিত করলে যে দুটি কোণ উৎপন্ন হয় তারা পরস্পরের পূরক কোণ।
সত্য ।
(iii) একটি সরলরেখার বাইরের কোনো বিন্দু দিয়ে ওই সরলরেখার সমান্তরাল অসংখ্য সরলরেখা আঁকা যায়।
মিথ্যা ।
- ক্লাসের ছাত্রছাত্রীরা কোন কোন খেলা কতজন করে পছন্দ করে শতকরায় তার তালিকা হলো ( একজন কেবলমাত্র একটি খেলাই পছন্দ করবে )
খেলা | খেলা পছন্দ করা ছাত্রছাত্রীর সংখ্যা (শতকরায়) |
ক্রিকেট | 60 |
ফুটবল | 30 |
ব্যাডমিন্টন | 10 |
পাই চিত্রে, যে বৃত্তকলাগুলি তথ্যটির অংশগুলিকে বোঝাবে সেই বৃত্তকলাগুলির কেন্দ্রীয় কোণগুলি নির্ণয় করো এবং তথ্যটির পাই চিত্র অঙ্কন করো ।
সমাধানঃ
পাইচিত্রের মোট কেন্দ্রীয় কোণ 360°
(ii) ভাগ করো (m2−5m+6) –কে (m – 3) দিয়ে
উত্তর: নির্ণেয় ভাগফল (m-2) ।
Click Here To Download The Pdf