Wednesday, December 25, 2024
HomeClassesClass 6Class 6 Poribesh Model Activity Task part 6 | ষষ্ঠ শ্রেণী পরিবেশ...

Class 6 Poribesh Model Activity Task part 6 | ষষ্ঠ শ্রেণী পরিবেশ মডেল অ্যাক্টিভিটি পার্ট 6 | New Class VI Science September 2021 part 6 model activity

Model Activity task 2021(September)

Class-6 | Science |( Part-6)

মডেল অ্যাক্টিভিটি টাস্ক ২০২১ | সেপ্টেম্বর

ষষ্ঠ শ্রেণী| পরিবেশ ও বিজ্ঞান |( পার্ট)

ঠিক উত্তর নির্বাচন করো :

. যেটি আগ্নেয়শিলা তা হলো

(ক) চুনাপাথর (খ) বেলেপাথর (গ) মার্বেল পাথর () গ্রানাইট।

. দৈর্ঘ্য পরিমাপের ক্ষুদ্রতম এককটি হলো

(ক) ডেকামিটার (খ) ডেসিমিটার (গ) মিটার () মিলিমিটার।

. মানুষের বুড়ো আঙুলে যে ধরনের অস্থিসন্ধি দেখা যায় সেটি হলো

(ক) পিভট সন্ধি (খ) হিপ্প সন্ধি () স্যাডল সন্ধি (ঘ) বল এবং সকেট সন্ধি।

. ঠিক বাক্যের পাশে আর ভুল বাক্যের পাশে x চিহ্ন দাও :

. কোনো স্প্রিংকে চাপ দিয়ে সংকুচিত করা হলে তার মধ্যে গতিশক্তি সঞ্চিত হয়। ×
কারণ: কোন স্প্রিংকে চাপ দিয়ে সংকুচিত করা হলে তার মধ্যে স্থিতি শক্তি সঞ্চিত হয়।

. কোনো তরলের প্রবাহিত হওয়ার বেগ বাড়লে সেই তরলের মধ্যের চাপ বেড়ে যায়।

. লিগামেন্ট পেশির সঙ্গে হাড়কে যুক্ত করে। ×

কারণ: পেশির সঙ্গে হাড়কে যুক্ত করে টেন্ডন।

. একটি বা দুটি বাক্যে উত্তর দাও :

. ভোতা ছুরিতে সবজি কাটা শক্ত – চাপের ধারণা প্রয়োগ করে কারণ ব্যাখ্যা করো।

উত্তর: ভোঁতা চুরির ভোঁতা প্রান্তের ক্ষেত্রফল ধারালো ছুরির ধারালো প্রান্তের চেয়ে বেশি।
আমরা জানি , চাপ= বল ÷ ক্ষেত্রফল ।
অর্থাৎ, চাপ , ক্ষেত্রফলের সাথে ব্যস্তানুপাতিক । অর্থাৎ ক্ষেত্রফল বাড়লে চাপ কমবে । কিন্তু ভোঁতা ছুরির ক্ষেত্রফল ধারালো ছুরির তুলনায় বেশি। তাই ভোঁতা চুরিতে একই বল প্রয়োগ করলেও কম চাপ প্রযুক্ত হয়। ফলে, ভোতা ছুরিতে সবজি কাটা শক্ত।

. মানবদেহে কীভাবে ফুসফুস থেকে বিশুদ্ধ রক্ত বাম নিলয়ে পৌঁছোয়?

উত্তর: বাম অলিন্দ ও ডান অলিন্দ রক্ত দ্বারা পূর্ণ হলে সংকুচিত হতে শুরু করে। তখন বাম নিলয় ও ডান নিলয় প্রসারিত হতে শুরু করে । তখন ডান অলিন্দের রক্ত ত্রিপত্র কপাটিকার (ট্রাইকাসপিড ভালভ) মধ্য দিয়ে ডান নিলয়ে এবং বাম অলিন্দের রক্ত দ্বিপত্রক কপাটিকার মধ্য দিয়ে বাম নিলয়ে পৌছায়।

. তিনচারটি বাক্যে উত্তর দাও :

. সমস্ত জীবাশ্ম জ্বালানির মূলেই আছে সূর্যের শক্তি – ব্যাখ্যা করো।

উত্তর: সূর্যের সৌরশক্তি খাদ্যের মধ্যে বা উদ্ভিদ দেহে রাসায়নিক শক্তি বা স্থিতি শক্তি রূপে জমা থাকে। বহু কোটি বছর ভুমিকম্পের ফলে আগের গাছপালা ও প্রাণীর অবশেষ মাটির নিচে চাপা পড়ে। ভূগর্ভের তাপে  আর চাপে উদ্ভিতের দেহাংশ থেকে কয়লা ও প্রানীদের দেহাবশেষ খনিজ তেলে  পরিণত হয়। পেট্রোলিয়াম থেকেই আমরা ডিজেল-পেট্রোল বা কেরোসিন ইত্যাদি জ্বালানি পাই। তাহলে কয়লা বা পেট্রোলিয়ামে জড়ো হওয়া শক্তির উৎস হল সূর্য।

. তোমার বন্ধুর ওজন 60 কেজি আর উচ্চতা 4.5 ফুট। তোমার বন্ধুর দেহভর সূচক নির্ণয় করো। তোমার বন্ধুর দেহভর সূচক সম্বন্ধে তোমার মতামত লেখো।

উত্তর: আমরা জানি , দেহভর সূচক (BMI) = দেহের ওজন ( কেজি এককে) ÷ দেহের উচ্চতার বর্গ ( বর্গ মিটার এককে)
4.5 ফুট = 4.5 × 0.3048 মিটার = 1.37 মিটার
আমার বন্ধুর দেহভর সূচক
= 60 ÷ (1.37)2
= 60 ÷ 1.88
= 31.91
দেহভর সূচক 30 – 40 বা তার বেশি হলে তা মোটা হয়ে যাওয়া বা স্থূলত্বের নির্দেশ করে।

Click Here To Download  The Pdf

 

RELATED POSTS

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Recent Posts

error: Content is protected !!