Thursday, November 21, 2024
HomeModel ActivityClass 7Model Activity task 2021(July) Class 7 ( Part-4) মডেল অ্যাক্টিভিটি টাস্ক ২০২১...

Model Activity task 2021(July) Class 7 ( Part-4) মডেল অ্যাক্টিভিটি টাস্ক ২০২১ | সপ্তম শ্রেণী গণিত( পার্ট -৪)

Model Activity task 2021(July)

Class 7 ( Part-4)

মডেল অ্যাক্টিভিটি টাস্ক ২০২১ |

সপ্তম শ্রেণী গণিত( পার্ট -৪)

 

নীচের প্রশ্নগুলির উত্তর লেখো:

1বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন (MCQs) :

(i) তোমার উচ্চতা 5 ফুট এবং তোমার ওজন 50 কিগ্রা হলে, তোমার উচ্চতা এবং ওজনের অনুপাত?

(a) 5:50  (b) 10:1  (c) 50:5 (d) সম্ভব নয়

ব্যাখ্যাঃ কারন অনুপাত সমজাতীয় রাশির মধ্যে হয়। এক্ষেত্রে উচ্চতা এবং  ওজন আলাদা রাশি

(ii) x = 3 এবং y = 5 হলে, নীচের কোন সংখ্যামালার মান (-8) হবে?

(a) x+y   (b) x – y   (c) -x+y   (d)  -x-y

(iii)  P,Q,R ক্রমিক সমানুপাতী হলে P ,Q এবং R-এর মধ্যে সম্পর্ক হলো

2অতি সংক্ষেপে উত্তর লেখো :

(i)3 : 4 = 15 : (15+K) হলে, k-এর মান কতো হবে?

সমাধানঃ

3:4=15:(15+k)

উত্তরঃ k এর মান 5 ।

(ii)একটি সমকোণী ত্রিভুজের একটি কোণের মান 60° হলে, সমকোণ ছাড়া অপর দুটি কোণের পরিমানের অনুপাত কি হবে?

সমাধানঃ সমকোণী  ত্রিভুজের একটি কোণ 90° হয়।

আরেকটি কোণের মান 60° ।

অর্থাৎ, তৃতীয় কোণের মান { 180° – (90° + 60°) }

= (180° – 150°)

= 30°

এখন , সমকোণ ছাড়া অপর দুটি কোণের পরিমানের অনুপাত 30° : 60° = 1:2

iii. (-2x2+x) থেকে কতো বিয়োগ করলে বিয়োগ ফল x হবে?

সমাধানঃ (-2x2+x) − x বিয়োগ করলে বিয়োগ ফল x হবে ।

-2x2+x -x

=-2x2

উঃ -2x2 বিয়োগ করতে হবে

3.সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন

i) সংখ্যারেখায় (6)+(-2) কে দেখাও

ii) প্রথম বীজগাণিতিক সংখ্যামালাকে দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা দিয়ে ভাগ করে ভাগফল নির্ণয় করো

14x4 y6 – 21x3 y5 , – 7x3 y4  

সমাধানঃ

4স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যেABC অঙ্কন কর যার মান 60º। CB বাহুকে D পর্যন্ত বাড়িয়ে দাও।ABD কে BE দ্বারা সমদ্বিখন্ডিত কর এবং ABE এর মান লেখো।

∠ABE এর মান= 60º

Click Here To Download  The Pdf

RELATED POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Recent Posts

error: Content is protected !!