Saturday, October 12, 2024
HomeModel ActivityClass 6Model Activity Task 2021 October Model Activity Task Part –7| Class-6 |...

Model Activity Task 2021 October Model Activity Task Part –7| Class-6 | History মডেল অ্যাক্টিভিটি টাস্ক ২০২১ | অক্টোবর ষষ্ঠ শ্রেণী| ইতিহাস  | পার্ট -৭

Model Activity Task 2021 October

Model Activity Task Part –7| Class-6 | History

মডেল অ্যাক্টিভিটি টাস্ক ২০২১ | অক্টোবর

ষষ্ঠ শ্রেণী| ইতিহাস  | পার্ট

. ‘স্তম্ভের সাথেস্তম্ভ মেলাও :

:-

                                      স্তম্ভ       

স্তম্ভ

১.১ আর্যসত্য ঘ) গৌতম বুদ্ধ
১.২ বসুমিত্র ক) চতুর্থ বৌদ্ধ সংগীতি
১.৩ চতুর্যামব্রত খ) পার্শ্বনাথ
১.৪ পঞ্চমহাব্রত গ) মহাবীর

 

. শূন্যস্থান পূরণ করো :

২.১ বেশিরভাগ মহাজনপদ গড়ে উঠেছিল____গঙ্গাযমুনা____উপত্যকাকে কেন্দ্র করে ।

২.২ মগধের রাজধানী ছিল___ রাজগৃহ __ 

২.৩ সর্বজ্ঞানী হওয়ার পর মহাবীর পরিচিত হন___কেবলিন____ নামে ।

২.৪ প্রথম বৌদ্ধ সংগীতির আয়োজন করা হয়েছিল ____ গৌতম বুদ্ধের ___মৃত্যুর পর ।

. দুটি বা তিনটি বাক্যে দাও :

.অষ্টাঙ্গিক মার্গকী ?

:- দুঃখ থেকে মুক্তি পাওয়ার জন্য আটটি উপায়ের কথা গৌতম বুদ্ধ বলেছিলেন। সেই আটটি উপায়কে এক সঙ্গে বলা হয় অষ্টাঙ্গিক মার্গ । মার্গ মানে পথ। এইকারণে আটটি পথকে বলা হয় অষ্টাঙ্গিক মার্গ ।

.মজঝিম পন্থাবলতে কি বোঝো ?

:- মহাবীর কঠোর তপস্যার উপরে জোর দিয়েছিলেন। অন্যদিকে গৌতম বুদ্ধ মনে করতেন কঠোর তপস্যা নির্বাণ বা মুক্তি লেভার উপায় নয়। আবার, চূড়ান্ত ভোগ-বিলাসেও মুক্তির খোঁজ পাওয়া যায় না। গৌতম বুদ্ধ তাই মজঝিম পতিপাদ বা মধ্যপন্থার কথা বলেছিলেন ।

. কোন সাহিত্যে থেকে জনপদমহাজনপদ সম্পর্কে জানা যায়

উ:- জৈন ও বৌদ্ধে সাহিত্যে জনপদ-মহাজনপদ সম্পর্কে জানা যায় ।

. চারপাঁচটি বাক্যে উত্তর দাও :

. মহাজনপদ গড়ে উঠেছিল কীভাবে ?

উ:-  খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক নাগাদ এক-একটা টা জনপদের ক্ষমতা ক্রমে বাড়তে থাকে। সেখানকার শাসকেরা যুদ্ধ করে নিজেদের রাজ্যের সীমানা বাড়াতে থাকেন। ছোটো ছোটো জনপদগুলির কয়েকটি পরিণত হয় বড়ো রাজ্যে। এই বড়ো রাজ্যগুলিই মহাজনপদ বলে পরিচিত হয়। জনপদের থেকে যা আয়তন ও ক্ষমতায় বড়ো তাই হলো মহাজনপদ। মহাজনপদগুলির শাসকরা ছিলেন বৈদিক যুগের রাজাদের চাইতে অনেক বেশি শক্তিশালী। মগধ হলো একটি উল্লেখযোগ্য মহাজনপদ

. বৌদ্ধ জৈন ধর্মের মধ্যে দুটি মিল দুটি অমিল লেখো

:- বৌদ্ধ জৈন ধর্মের মধ্যে দুটি মিল :

  1. বৌদ্ধ ও জৈন ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধ ও মহাবীর ছিলেন ক্ষত্রিয় বংশজাত।
  2. বৌদ্ধ ও জৈন উভয় ধর্মই জন্মান্তরবাদে বিশ্বাসী ছিল।

বৌদ্ধ জৈন ধর্মের মধ্যে দুটি অমিল :

  1. বৌদ্ধধর্মে ভোগ ও ত্যাগের মধ্যবর্তী পথ মজঝিম অবলম্বনের কথা বলা হয়েছে। জৈনধর্মে কঠোর তপস্যা, ত্যাগ ও তার পাশাপাশি উপবাসের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।

ii.গৌতম বুদ্ধ কেবলমাত্র জীব বা প্রাণী হত্যারই বিরোধী ছিলেন। জৈনধর্মে কঠোর অহিংসনীতির কথা বলা হয়েছে। জৈনরা জড়বস্তুতেও প্রাণের অস্ত্বিতে বিশ্বাসী ছিলেন।

Click here To Download The pdf

RELATED POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Recent Posts

error: Content is protected !!