Monday, October 14, 2024
HomeUncategorizedGolpoburo|Class 5| Question Answer|গল্পবুড়ো| প্রশ্ন-উত্তরের সমাধান

Golpoburo|Class 5| Question Answer|গল্পবুড়ো| প্রশ্ন-উত্তরের সমাধান

গল্পবুড়ো

সুনির্মল বসু

 

. ঠিক শব্দটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখ :

১.১. উত্তুরে হাওয়া বলতে বোঝায় হাওয়া যখন উত্তর দিক থেকে বয়ে আসে। এমনভাবে ___(গ্রীষ্ম/ শরৎ/ শীত/ বর্ষা) কালে হাওয়া বয়।

উত্তর :-শীত 

১.২. থুত্থুরে শব্দটির অর্থ__( চনমনে /জড়োসড়ো/ জ্ঞানী/ নড়বড়ে)

উত্তর– নড়বড়ে। 

১.৩. রূপকথার গল্পে যেটি থাকে না___( দৈত্য দানব/ পক্ষীরাজ /রাজপুত্তুর/ উড়োজাহাজ)।

উত্তরউড়োজাহাজ। 

১.৪. রূপকথার গল্প সংগ্রহ করেছেন এমন একজন লেখক এর নাম বেছে নিয়ে লেখো। (আশাপূর্ণা দেবী/ দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার/ সত্যজিৎ রায়/ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়)।

উত্তর– দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার।

.. লেখালেখি ছাড়াও সুনির্মল বসু আর কোন কাজ ভালো পারতেন?

উত্তর- ছবি আঁকতে পারতেন। 

.. তাঁর লেখা দুটি বইয়ের নাম লেখো।

উত্তর- তার লেখা দুটি বইয়ের নাম হল- ছানাবড়া ও বীর শিকারি।

. এলোমেলো বর্ণগুলি কে সাজিয়ে শব্দ তৈরি করো:

 থা  রু    ;

উত্তরঃ – রূপকথা। 

  ত্তু    রা  পু;

উত্তরঃ – রাজপুত্তুর।

  ক্ষী রা ;

উত্তরঃ – পক্ষীরাজ। 

        ;

উত্তরঃ – মনপবন। 

   গু   বি   ;

উত্তরঃ – আজগুবি।

আর পড়ুন – বুনো হাঁস গল্পের প্রশ্ন-উত্তর সমাধান

8) অন্ত্যমিল আছে এমন পাঁচজোড়া শব্দ কবিতা থেকে খুঁজে নিয়ে লেখ। একটি করে দেওয়া হলো। উদাহরণ বাঁধা, ধাঁধা।

উত্তর- ১) উত্তুরে, থুত্থুরে ২) ঝোলা ,ভোলা ৩) যক্ষীরাজ, পক্ষীরাজ ৪) নন্দিনী ,বন্দিনী ৫) ঝলমলে, টলটলে।

৫ বাক্য বাড়াওঃ

. শীতকালে হাওয়া বইছে।(কেমন হওয়া)

উত্তর শীতকালে উত্তুরে হাওয়া বইছে।

. গল্পবুড়ো ডাকছে (কেমন বুড়ো?)

উত্তর- থুত্থুরে গল্পবুড়ো ডাকছে।

. গল্পবুড়ো মুখ ব্যথা।(মুখ ব্যথা কেন?)

উত্তর- ‘রূপকথা চাই, রূপকথা’- এই গল্পে চেঁচিয়ে গল্পবুড়োর মুখ ব্যথা।

. গল্প বুড়োর ঝোলা আছে। (কোথায় ঝোলা?)

উত্তর- গল্পবুড়োর কাঁধে ঝোলা আছে।

. দেখবি যদি আয়। (কিভাবে আসবে?)

উত্তর- দেখবি যদি  জলদি আয়।

৬ ‘ক’ এর সঙ্গে ‘খ’ স্তম্ভ মিলিয়ে লেখো।

ক স্তম্ভ

খ স্তম্ভ

তল্পি ঝোলা
রুপকথা কাল্পনিক গল্প
ভোরে বিহানে
পবন বাতাস
সত্বর দ্রুত

 

) ‘ডাকছে রেআরডাক ছেড়েশব্দ জোড়ার মধ্যে কি পার্থক্য তা দুটি বাক্য রচনা করে দেখাও।

উদাহরণবাছুরটি ডাক ছেড়ে মাকে ডাকছে রে।

উত্তর-  ডাক ছেড়ে – ছোট ছেলেটা ডাক ছেড়ে কাঁদছে ।

ডাকছে রে – রবিকে তার মা ডাকছে রে।

) শব্দ ঝুড়ি থেকে নিয়ে বিশেষ্য বিশেষণ আলাদা করে লেখো।

উত্তর- বিশেষ্য – তল্পি, ঝোলা, শীত, রাজপুত্তুর, কারখানা,

বিশেষণ- উত্তুরে, থুত্থুরে,আজগুবি , জলদি, সত্বর।

) পক্ষীরাজ এর মতো( ক্ +ষ্= ক্ষ) রয়েছে এমন পাঁচটি শব্দ তৈরি করো।

উত্তর- বৃক্ষ, শিক্ষা, রক্ষা, পক্ষ, পরীক্ষা।

আরো পড়ুন- দারোগাবাবু ও হাবু কবিতার প্রশ্ন- উত্তর সমাধান

১০) ক্রিয়ার নিচে দাগ দাও।

১০.১) বইছে হাওয়া উত্তুরে।

১০.২) ডাক ছেড়ে সে ডাকছে রে ।

১০.৩) আয়রে ছুটে ছোট্টরা।

১০.৪) দেখবি যদি জলদি আয়

১ ০.৫) চেঁচিয়ে যে তার মুখ ব্যথা ।

 

১২. গল্পবুড়ো কখন গল্প শোনাতে আসে?

উঃ কবি সুনির্মল বসুর লেখা গল্পবুড়ো কবিতার গল্পবুড়ো শীতের ভোরবেলায় যখন উত্তর দিকের থেকে তীব্র হাওয়া বইতে থাকে তখন গল্প শোনাতে আসে।

১২. গল্পবুড়োর ঝোলায় কি কি গল্প আছে?

উঃ কবি সুনির্মল বসুর লেখা গল্পবুড়ো কবিতার গল্পবুড়োর ঝোলায় দত্যি দানব, ্যক্ষীরাজ, রাজপুত্র, পক্ষীরাজ, তেপান্তরের মাঠ, হট্টমেলার হাট, কেশবতী নন্দিনী, সোনার কাঠি ইত্যাদি নানা আজগুবি গল্প রয়েছে।

১২. গল্পবুড়ো কীভাবে শীতের ভোরে ছোটদের ঘুম থেকে ওঠাতে চান?

উঃ গল্পবুড়ো শীতের কনকনে ভোরবেলায় ডাক ছেড়ে ও হাঁক ছেড়ে ছোটদের ঘুম থেকে ওঠাতে চান ।

১২.8 রুপকথার কোন কোন বিষয় কবিতাটিতে রয়েছে?

উঃ রুপকথার দত্যি দানব, যক্ষীরাজ, রাজপুত্র, পক্ষীরাজ, তেপান্তরের মাঠ, হট্টমেলার হাট, কেশবতী নন্দিনী, সোনার কাঠি ইত্যাদি নানা আজগুবি গল্প কবিতাতে রয়েছে।

১২. গল্পবুড়ো কাদের গল্প শোনাবে না?

উঃ কবি সুনির্মল বসুর লেখা গল্পবুড়ো কবিতায় যারা গল্পবুড়োর ডাক শুনেও ঘুম ভেঙ্গে ছূটে  আসবে না, তাদের উপরে রাগ করে গল্পবুড়ো তাদের গল্প শোনাবে না।

Click here To Download  The Pdf

RELATED POSTS

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Recent Posts

error: Content is protected !!