Saturday, December 21, 2024
HomeEnglishFuture Continuous Tense/ ঘট্মান ভবিষ্যৎ

Future Continuous Tense/ ঘট্মান ভবিষ্যৎ

Future Continuous Tense/ ঘট্মান ভবিষ্যৎ

ভবিষ্যৎ কালে কোন কাজ চলতে থাকবে এরূপ বোঝালে Future continuous tense হয়।

বাংলায় চেনার উপায়:
বাংলায় ক্রিয়ার শেষে তে থাকব, তে থাকবে, তে থাকবে, তে থাকবেন এদের যে কোন একটি যুক্ত থাকে।

1.Rules of Positive sentence: Future Continuous tense এর হ্যাঁ- বাচক বাক্য লেখার নিয়মাবলী হল –

Structure:
Subject + shall be/will be + main verb + ing + object.

Example:– আমি বইটি পড়তে থাকব – I shall be reading the book.
– আমি গান গাইতে থাকব- I shall be singing the song.
– তারা ফুটবল খেলতে থাকবে- They will be playing football.

2.Rules of Negative sentence: Future Continuous tense এর না- বাচক বাক্য লেখার নিয়মাবলী হল –

Structure:
Subject + shall be/will be + main verb + ing + object.

Example:
– সে কাজটি করতে থাকবে না- He will not be doing the work.
– তুমি/ তোমরা স্কুলে যেতে থাকবে না – they will not be going to school.
– তিনি অফিসে যাইতে থাকবেন না – He will not be going to office.

3.Positive Interrogative Sentence : Future  Continuous tense এর হ্যাঁ- বাচক প্রশ্ন লেখার নিয়মাবলী হল –

Structure:
shall /will +Subject + be+ main verb + ing + object.

Example:
-তোমরা কি কাল বিকালে পড়তে যেতে থাকবে?- Will you be going to tuition at tomorrow afternoon?

-তিনি কি তখন ঘুমাতে থাকবেন?- Will he be sleeping then?

-ছেলেরা কি মাঠে ক্রিকেট খেলতে থাকবে?- Will the boys be playing cricket in the field?

4.Negative Interrogative Sentence : Future  Continuous tense এর না – বাচক প্রশ্ন লেখার নিয়মাবলী হল –

Structure:
shall /will +Subject +not+ be+ main verb + ing + object.

Example:

-আমি কি রবিবারের পরীক্ষার জন্য কঠোর পরিশ্রম করতে থাকব না?-Shall I not be studying hard for my exam on Sunday? …

– তিনি কি পরের সপ্তাহে কাজে যেতে থাকবেন না?-Will he not be going to work next week?

– তারা কি রবিবার বেলা পর্যন্ত ঘুমাতে থাকবে না?-Will they not be sleeping till late on Saturday?

5.Wh-word Positive Interrogative Sentence  : Future  Continuous tense এর হ্যাঁ- বাচক Wh-word এর অর্থাৎ What( কি ), Where ( কোথায় ),Why ( কেন),When (কখন),Which ( কোনটি ),How (কিভাবে) দিয়ে প্রশ্ন লেখার নিয়মাবলী হল –

Structure:
Wh-word+shall /will +Subject + be+ main verb + ing + object.

Example:
-তোমরা গরমের ছুটিতে কোথায় যেতে থাকবে?- Where will you be going in summer vacation?

-তিনি কখন অফিস পৌছাতে থাকবেন?- When will he be reaching office?

-আমি কেন রবিবার তোমার সঙ্গে যেতে থাকব?- Why shall I be going with you on Sunday?

6.Wh-word Negative Interrogative Sentence  : Future  Continuous tense এর না- বাচক Wh-word এর অর্থাৎ What( কি ), Where ( কোথায় ),Why ( কেন),When (কখন),Which ( কোনটি ),How (কিভাবে) দিয়ে প্রশ্ন লেখার নিয়মাবলী হল –

Structure:
Wh-word+shall /will +Subject +not+ be+ main verb + ing + object.

Example:
-সে কেন পরীক্ষার জন্য কঠোর পরিশ্রম করতে থাকবে না? -Why will he not be trying hard for exam?

-তুমি কিভাবে কাজটি শেষ করতে থাকবে না?- How will you not be finishing the work?

-সে কোন স্থানে ভ্রমন করতে থাকবে না?- Which place will she no be visiting?

Click to download the Pdf

Future Continuous Tense

RELATED POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Recent Posts

error: Content is protected !!