Monday, October 14, 2024
HomeClassesClass 5CLASS 5| MODEL ACTIVITY TASK| MATH NEW PART 4 | মডেল অ্যাক্টিভিটি...

CLASS 5| MODEL ACTIVITY TASK| MATH NEW PART 4 | মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট -৪|পঞ্চম শ্রেণী|অংক

মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট -৪

পঞ্চম শ্রেণী

অংক

নীচের প্রশ্নগুলির উত্তর দাও

১. বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন( MCQ)

(ক) ৬ এর স্থানীয় মান ৬×১০০ এই স্থানীয় মানযুক্ত সংখ্যাটি হল-

a) ৬০৩০ b) ০৬৩০ c) ০৩৬০        d)০৩০৬

(খ) নীচের সংখ্যা চারটির মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাটি হল

a)১৮২৩২৭     b)১৮৮০৮৪ c)১৮০৭৭৬     d)১৮৬০৩০

(গ) ১৩৮× ২৯=

a)১৩৮×২+১৩৮×৯               b) ১৮৩×২+১৮৩×৯              c)১৩৮×২০+১৩৮×৯

d)১৩৮×৯+১৩৮×২০

(ঘ) নীচের যে দুটি সংখ্যার সাধারণ উৎপাদক হল ৩ সেগুলি হল

a)২১ ও ১০      b)১৭ ও ২৪      c) ১৮ ও ১৪     d) ১২ ও ১৫

২. সত্য / মিথ্যা লেখ

(ক)দুটি মৌলিক সংখ্যার গ. সা. গু সংখ্যাদুটির প্রত্যেকের থেকে বড় হবে। মিথ্যা

(খ) দশ হাজার এক সংখ্যাটির দশকের ঘরের সংখ্যার মান হবে ১০। মিথ্যা

(গ) ২২৫ টাকা মুল্যের ২২১ টি বইয়ের দাম ( ২২৫+২২১) । মিথ্যা

(ঘ) সবচেয়ে বড় সংখ্যা ১১ দিয়ে ২২ ও ৫৫ বিভাজ্য। সত্য

Suggested Reading

Class 5 Bengali Part- 4

৩. স্তম্ভ মেলাও

 

২৫০২৫০ ২০০০০০০+৫০০০০+২০০+৫০
২৫২৫০ ১০০০০ + ১০০০০ + ১০০০ + ১০০০ + ১০০০ + ১০০০ + ১০০০ + ১০০ + ১০০ + ১০ + ১০ + ২০ + ১০
২৫৫২০ পঁচিশ হাজার পাঁচশত কুড়ি

 

৪. (ক) তুমি তোমার মায়ের থেকে ২৫ বছরের ছোট। বর্তমানে তোমার মায়ের বয়স ৩৬ বছর। দু বছর পর তোমাদের বয়সের সমষ্টি কত হবে?

সমাধানঃ

বর্তমানে আমার মায়ের বয়স ৩৬ বছর

আমি মায়ের থেকে ছোটো  ২৫ বছরের

অর্থাৎ আমার বর্তমান বয়েস= ৩৬-২৫= ১১ বছর

২ বছর পরে আমার বয়েস হবে= ১১+২=১৩ বছর

২ বছর পরে মায়ের বয়েস হবে= ৩৬+২= ৩৮ বছর

অর্থাৎ ২ বছর পরে আমাদের দুজনের বয়েস হবে= ৩৮+১৩= ৫১ বছর

উঃ ২ বছর পরে আমার ও মায়ের বয়সের সমষ্টি ৫১ বছর হবে

(খ) মৌলিক উৎপাদকের সাহায্যে ল. সা. গু নির্ণয় করঃ ৪৫,৭৫

৩  ৪৫,৭৫

৫   ১৫,২৫

৩,৫

অতএব ল. সা.গু = ৩x৫x৩x৫=২২

Click Here To Download  The PDF

RELATED POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Recent Posts

error: Content is protected !!