Sunday, December 22, 2024
HomeCurrent GKRivers Of West Bengal ( পশ্চিমবঙ্গের উল্লেখযোগ্য নদনদী )

Rivers Of West Bengal ( পশ্চিমবঙ্গের উল্লেখযোগ্য নদনদী )

পশ্চিমবঙ্গের উল্লেখযোগ্য নদনদী

1)বাংলার দুঃখের নদী কাকে বলা হয় ?

উঃ দামোদরকে

2)দামোদর কোথায় উৎপত্তি লাভ করেছে?

উঃ ছোটোনাগপুর মাল্ভুমি

3)উত্তরবঙ্গের ত্রাস কাকে বলে?

উঃ তিস্তাকে

4)তিস্তা নদীর উৎস কি ?

উঃ কাংসে বা জেমু হিমবাহ

5)রায়ডাক নদীর উৎস কি?

উঃ ভুটান

6)তোর্সা নদী কোথায় মিশেছে?

উঃ বাংলাদেশের যমুনা নদীতে

7)রুপনারায়ান নদী কাদের মিলিত প্রবাহ?

উঃ দ্বারকেশ্বর, শিলাবতী হুগলী ও মুন্ডেশ্বরীর মিলিত প্রবাহ

8)কেলেঘাই ও কংসাবতীর মিলিত প্রবাহকে কি বলে?

উঃ হলদি নদী

9)পশ্চিমবঙ্গের প্রধান নদী কোনটি?

উঃ) গঙ্গা।

10)পশ্চিমবঙ্গে গঙ্গা নদীর কত কিঃমিঃ অবস্থিত?

উঃ) 520 কিঃমিঃ প্ৰায় ৷

11) গঙ্গা নদী কোন স্থানে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে?

উঃ) রাজমহল পাহাড়ের নিকট।

12)পশ্চিমবঙ্গের কোথায় গঙ্গা প্রধান দুই ভাগে বিভক্ত হয়?

উঃ) মুর্শিদাবাদ জেলার মিঠিপুরের নিকট

13)গঙ্গার প্রধান শাখাটির নাম কি?

উঃ) পদ্মা।

14)গঙ্গার দ্বিতীয় শাখাটি কি নামে পরিচিত?  

উঃ) ভাগীরথী-হুগলি নদী।

15)গঙ্গার কোন অংশ ভাগীরথী নামে পরিচিত?

উঃ) মুর্শিদাবাদ ফারাক্কা  থেকে নদিয়ার নবদ্বীপ পর্যন্ত অংশ ।

16)গঙ্গার কোন অংশ হুগলি নদী নামে পরিচিত ?

উঃ) নবদ্বীপ থেকে মোহনা পর্যন্ত অংশ।

17) হুগলি নদীর প্রাকৃতিক বৈশিষ্ট্যটি কি?

উঃ) এই নদীর দক্ষিণাংশে জোয়ার-ভাটার প্রভাব দেখা যায় ।

18)ভাগীরথী-হুগলি নদীর ডান তীরের প্রধান উপনদীগুলি কি কি?

উঃ) বাঁশলই, ব্রাহ্মণী, ময়ূরাক্ষী অজয়, দামোদর, দারকেশ্বর, রূপনারায়ণ ও কাঁসাই

19)ভাগীরথী-হুগলি নদীর বাম তীরের প্রধান উপনদীগুলি কি কি?

উঃ) জলঙ্গী, মাথাভাঙ্গা, চূর্ণি প্রভৃতি।

20) ভাগীরথী-হুগলি নদী কোথায় বঙ্গোপসাগরে পড়েছে?

উঃ) সাগরদ্বীপের কাছে।

21)পশ্চিমবঙ্গের দ্বিতীয় দীর্ঘতম নদীর (নদ) নাম কি?

উঃ) দামোদর নদ ।

22)দামোদর পশ্চিমবঙ্গে কত কিঃমিঃ প্রবাহিত ?

উঃ) প্রায় 313 কিঃমিঃ ।

23)কোথায় দামোদর দুই ভাগে বিভক্ত হয়েছে?

উঃ পূর্ব বর্ধমানে ।

24)দামোদরের অন্য ভাগটির নাম কি?

উঃ মুণ্ডেশ্বরী।

25) মূল দামোদর কোথায় পতিত হয়েছে?

উঃ) হুগলি নদীতে।

26) মুণ্ডেশ্বরী কোথায় পতিত হয়েছে?

উঃ) রূপনারায়ণ নদীতে।

27) দামোদর নদী কোথায় পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে?

উঃ) পঞ্চেৎ এর নিকট বাঁদা তে।

28) উত্তর বঙ্গের প্রধান নদীর নাম কি?

উঃ) তিস্তা।

পশ্চিমবঙ্গের কোন জেলা/শহর কোন নদীর তীরে

শহর (জেলা) নদ-নদী
কলকাতা ( কলকাতা ) হুগলী
হাওড়া ( হাওড়া ) হুগলী
চুচুড়া ( হুগলী ) হুগলী
ব্যান্দেল (হুগলী) হুগলী
রিষরা (হুগলী) হুগলী
বনগাঁ ( উত্তর ২৪ পরগনা ) হুগলী
চন্দননগর (হুগলী) হুগলী
শ্রীরামপুর (হুগলী) হুগলী
মায়াপুর ( নদিয়া) হুগলী
হরিপাল (হুগলী) কানা দামোদর
বসিরহাট (উত্তর ২৪ পরগনা ) বেতনি
ফ্রেজারগঞ্জ ( দক্ষিণ ২৪ পরগনা ) রসুল্পুর
ক্যানিং ( দক্ষিণ ২৪ পরগনা ) মাতলা
কৃষ্ণনগর ( নদীয়া ) জলঙ্গি
রানাঘাট ( নদীয়া ) চুর্ণী
শান্তিপুর ( নদীয়া ) ভাগীরথী
কৃষ্ণগঞ্জ ( নদীয়া ) চুর্ণী
নবদ্বীপ ( নদীয়া ) হুগলী
ফুলিয়া ( নদীয়া ) ভাগীরথী
তেহট্ট ( নদীয়া ) জলঙ্গি
আড়ংঘাটা ( নদীয়া ) চুর্ণী
বহরমপুর ( মুর্শিদাবাদ ) ভাগীরথী
ধুলিয়ান ( মুর্শিদাবাদ ) গঙ্গা
জঙ্গীপুর ( মুর্শিদাবাদ ) ভাগীরথী
মুর্শিদাবাদ) ( মুর্শিদাবাদ ) ভাগীরথী
লালগোলা ( মুর্শিদাবাদ ) গঙ্গা
আজিমগঞ্জ ( মুর্শিদাবাদ ) ভাগীরথী
দুর্গাপুর (বর্ধমান ) দামোদর
রাণীগঞ্জ (বর্ধমান ) দামোদর
কাটোয়া (বর্ধমান ) ভাগীরথী
বর্ধমান (বর্ধমান ) দামোদর
চুরুলিয়া (বর্ধমান ) অজয়নদ
বিহারিনাথ (বাঁকুড়া ) দামোদর
শুশুনিয়া (বাঁকুড়া ) দ্বারকেশ্বর
বাঁকুড়া (বাঁকুড়া ) দ্বারকেশ্বর
মেজিয়া (বাঁকুড়া ) দামোদর
বোল্পুর (বীরভূম) কোপাই
দুবরাজপুর (বীরভূম) অজয়
লাভপুর (বীরভূম) কোপাই
শ্রীনিকেতন (বীরভূম) কোপাই
রামনগর (বীরভূম) ময়ুরাক্ষী
জয়দেব – কেন্দুলি (বীরভূম) অজয়
সিউরি (বীরভূম) ময়ুরাক্ষী
ইলামবাজার (বীরভূম) অজয়
শান্তিনিকেতন (বীরভূম) কোপাই
সাইঁথিয়া (বীরভূম) ময়ূরাক্ষী
তারাপীঠ (বীরভূম) দ্বারকা
রামপুরহাট (বীরভূম) ব্রাহ্মনী
তমলুক (পূর্ব মেদিনীপুর ) রুপনারায়ন
হলদিয়া ( পূর্ব মেদিনীপুর ) হলদি
মেদিনীপুর ( পশ্চিম মেদিনীপুর ) কাসাঁই
চন্দ্রকোণা ( পশ্চিম মেদিনীপুর ) কুবাই
শালবনী ( পশ্চিম মেদিনীপুর ) তমাল
পুরুলিয়া ( পুরুলিয়া ) কাঁসাই
সাঁওতালদি ( পুরুলিয়া ) দামোদর
ইসলামপুর ( উত্তর দিনাজপুর ) মহানন্দা
রায়গঞ্জ ( উত্তর দিনাজপুর ) কুলিক
ইটাহার (উত্তর দিনাজপুর  ) গামার
বালুরঘাট ( দক্ষিণ দিনাজপুর ) আত্রাই
গঙ্গারাম্ পুর (দক্ষিন দিনাজপুর ) পুনর্ভবা
মালদহ ( মালদহ) গঙ্গা
ইংরেজবাজার ( মালদহ) কালিন্দী
কোচবিহার ( কোচবিহার ) তোর্সা
ফুলবাড়ি ( কোচবিহার ) জলঢাকা
মাথাভাঙ্গা ( কোচবিহার ) জলঢাকা
হলদিবাড়ি ( কোচবিহার ) জলঢাকা
জলপাইগুড়ি (জলপাইগুড়ি) তিস্তা ও করলা
ময়নাগুড়ি (জলপাইগুড়ি) তিস্তা
আলিপুরদুয়ার ( আলিপুরদুয়ার ) কালজানি
দার্জিলিং ( দার্জিলিং ) মহানন্দা

 

Click here To Download the PDF

RELATED POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Recent Posts

error: Content is protected !!