Home Current GK 100 Question of Physical Science (ভৌত বিজ্ঞানের ১০০ টি বাছাই করা প্রশ্ন)

100 Question of Physical Science (ভৌত বিজ্ঞানের ১০০ টি বাছাই করা প্রশ্ন)

0
1105

ভৌত বিজ্ঞানের ১০০ টি বাছাই করা প্রশ্ন

  1. লাফিং গ্যাসের সঙ্কেত কি? – নাইট্রাস অক্সাইড (N2O)
  2. কাঁদুনে গ্যাসের অপর নাম – ক্লোরোপিকরিন
  3. বলের একক কি ? – নিউটন
  4. আলোর পরিমানের একক কি ? – লাক্স
  5. তড়িৎ প্রবাহের একক কি ? – অ্যাম্পিয়ার
  6. বিভব পার্থক্যের একক কি ? – ভোল্ট
  7. দীপ্তি প্রবাহের একক কি ? – লুমেন
  8. মেট্রিক পদ্ধতি গৃহীত হয় – ১৯৫৭ থেকে
  9. শব্দের গতি সব থেকে কম- বায়বীয় মাধ্যমে
  10. বজ্রপাতের শব্দের মাত্রা – ১১০ ডেসিবেল
  11. ঘড়ির টিকটিক শব্দের মাত্রা – ৩০ ডেসিবেল
  12. জেট বিমান ওড়ার শব্দের মাত্রা – ১২০ ডেসিবেল
  13. আমরা কোন শব্দ শুনতে পাই ? – ২০ থেকে ২০,০০০ হার্টজের মধ্যে থাকা শব্দ
  14. ইনফ্রাসনিক শব্দ কাকে বলে ? – কোনো বস্তুর কম্পাঙ্ক সেকেন্ডে ২০ হার্টজের কম হলে
  15. আল্ট্রাসনিক শব্দ কাকে বলে ? – কোনো বস্তুর কম্পাঙ্ক সেকেন্ডে ২০,০০০ হার্টজের বেশি হলে
  16. বাদুর চলার জন্য ব্যবহার করে- আল্ট্রাসনিক তরঙ্গ
  17. বরফ গলার লীন্ তাপ কত? – ৮০ ক্যালরি/ গ্রাম
  18. ফিউজ তারে কি ধাতু ব্যবহার করা হয় ? – টিন ও সিসার সংকর ধাতু টাংস্টেন
  19. হিটারে কি তার ব্যবহার করা হয় ? -নাইক্রোম
  20. মোটরগাড়ির লুকিং গ্লাস কি দর্পণের উদাহরন ? -উত্তল দর্পন
  21. গাড়ির হেডলাইটের পিছনের দর্পন -অধিবৃত্তাকার দর্পন
  22. মরুভুমিতে সৃষ্ট মরীচীকা হল – অসদবিম্ব
  23. মরীচিকা, পদ্ম পাতার জলকনার মুক্তসদৃশ প্রতিফলন কি ধরনের? -আলোকের অভ্যন্তরীণ পুর্ন প্রতিফলন
  24. কোন বর্নের আলো সবচেয়ে বেশি বিক্ষিপ্ত হয় ? – বেগুনি
  25. কোন বর্নের আলো সবচেয়ে কম বিক্ষিপ্ত হয় ? – লাল
  26. হীরক দেখার কারন– পূর্ণ অভ্যন্তরীন প্রতিফলনের জন্য
  27. যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে বলে – দর্পন
  28. সিনেমাস্কোপ প্রোজেক্টরে ব্যবহৃত হয় – অবতল লেন্স
  29. আকাশের রংধনু সৃষ্টির কারন – বৃষ্টির কনায় আলোর বিচ্ছুরন
  30. আলোর বিচ্যুতি সবচেয়ে বেশি – বেগুনি রঙ্গের
  31. আলোর বিচ্যুতি সবচেয়ে কম- লাল রঙ্গের
  32. লাল আলোতে নীল রঙের ফুল দেখাবে – কালো
  33. হ্যালোজেন মৌলের উদাহরন হল – ফ্লোরিন, ক্লোরিন , ব্রোমিন , আয়োডিন , অ্যাস্টাটিন
  34. চুম্বকের চুম্বকত্ব কোন উষ্ণতায় বিনষ্ট হয় ? – ৭৫০ C
  35. সবচেয়ে ভারী মৌল – ইউরেনিয়াম
  36. সবচেয়ে হাল্কা মৌল – করানডাম
  37. প্রাকিতিক বস্তুর মধ্যে সবচেয়ে কঠিন পদার্থ – হীরক
  38. সবচেয়ে ভারী ধাতু – ইউরেনিয়াম
  39. সর্বাপেক্ষা হাল্কা ধাতু- লিথিয়াম
  40. তামা ও টিনের মিশ্রনে তৈরি হয়- ব্রোঞ্জ
  41. সবচেয়ে মুল্যবান ধাতু- প্লাটিনাম
  42. সবচেয়ে ভারী অধাতু – আয়োডিন
  43. সবচেয়ে হালকা অধাতু – হাইড্রোজেন
  44. দার্শনিকের উল বা ফ্লাওয়ার অফ জিঙ্ক কি ? – জিঙ্ক অক্সাইড (ZnO)
  45. পলিথিনের মনোমার কি ? – ইথিলিন
  46. কাপর কাঁচা সোডা কি ? – সোডিয়াম কার্বনেট
  47. কস্টিক সোডা কি ? – সোডিয়াম হাইড্রাক্সাইড
  48. ভারী জল কি ? – ডয়টেরিয়াম অক্সাইড
  49. এল পি জি গ্যাস সিলিন্ডারে কি গ্যাস থাকে ? – বুটেন, আইসোবুটেন , প্রোপেন
  50. লোহার সবচেয়ে খাঁটি রুপ হল – রট আয়রন
  51. বৃষ্টির জলের pH মাত্রা – 6
  52. বিশুদ্ধ সাধারন জলের pH মাত্রা – 0
  53. রক্তের pH মাত্রা – 5- 8
  54. কোন বস্তুর আপেক্ষিক তাপ সব থেকে বেশি ? – জল
  55. নিয়ন সাইনে হাইড্রোজেন গ্যাস ব্যবহার করলে কি রঙের আলো হয়? – নীলাভ আল
  56. নিয়ন সাইনে CO2 গ্যাস ব্যবহার করলে কি রঙের আলো হয়?- নীল সাদা
  57. নিয়ন সাইনে হিলিয়াম গ্যাস ব্যবহার করলে কি রঙের আলো হয়?- হলুদ
  58. নিয়ন সাইনে শুধু বায়ু গ্যাস ব্যবহার করলে কি রঙের আলো হয়? – গোলাপী
  59. ডাক্তারি থার্মোমিটার বলতে কোন থার্মোমিটার কে বোঝায় ? – ফারেনহাইট থার্মোমিটা্র
  60. রেফ্রিজারেটরে ব্যবহৃত হয়- কার্বন ও ফ্রেয়ন
  61. পলিথিন মাটির সাথে মিশতে সময় লাগে – প্রায় ৪৫০ বছর
  62. কাচ মাটির সাথে মিশতে সময় লাগে – প্রায় ২০০ বছর
  63. সূর্য থেকে পৃথিবীর দুরত্ব – প্রায় ১৫ কোটি কিলোমিটার
  64. লেজার রশ্মি আবিস্কার করেন- মাইম্যান
  65. লেন্সের ক্ষমতার একক- ডায়াপ্টার
  66. চা তাড়াতাড়ি ঠাণ্ডা হয়- কালো রঙের কাপে
  67. বিদ্যুৎ পরিবাহিতা সবচেয়ে বেশি – রুপার
  68. লোহার উপর টিনের প্রলেপ দেয়াকে বলে – গ্যাল্ভানাইজিং
  69. বৈদ্যুতিক বাল্বের ভিতরের সরু তারটি তৈরী হয়- টাংস্টেন দ্বারা
  70. ট্রানজিস্টার আবিস্কার হয় -১৯৪৮ সালে
  71. টিউমার , ক্যান্সার রোগ নির্ণয়ে ব্যবহৃত হয় – গামা রস্মি
  72. রঙ্গিন টেলিভিশন থেকে বের হয় – মৃদু রঞ্জন রশ্মি
  73. ইলেকট্রন আবিস্কার করেন- থমসন
  74. প্রোটন আবিস্কার করেন – রাদারফোর্ড
  75. নিউটন আবিস্কার করেন- স্যাডউইক
  76. এটম বোমা তৈরি হয় – ফিশন প্রক্রিয়ায়
  77. ব্ল্যাক বক্স যন্ত্র ব্যবহৃত হয় – বিমানে
  78. পলিথিন পোড়ালে উৎপন্ন হয় – কার্বনমনো অক্সাইড
  79. ইউরিয়া সার উৎপাদন করার কাঁচামাল হল – প্রাকৃতিক গ্যাস
  80. বায়োগ্যাসের প্রধান উপাদান- মিথেন
  81. সেভিং সাবানের উপাদান -কস্টিক পটাশ
  82. ওজোনের রঙ – ঘন নীল
  83. সাবানের রাসায়নিক নাম- সোডিয়াম স্টিয়ারেট
  84. ওজোন স্তরের সর্বাপেক্ষা ক্ষতিকারক গ্যাস- ক্লরিন
  85. মার্বেল প্রস্তুত হয়- চুনাপাথর থেকে
  86. স্যাকারিন প্রস্তুত হয়- টলুইন থেকে
  87. ফসফিন কি ধরনের পদার্থ ?- যৌগিক
  88. ভর সংখ্যার অপর নাম কি ? – নিউক্লিয়াস সংখ্যা
  89. MKS পদ্ধতিতে ভরের একক কি? – কিলোগ্রাম
  90. সর্বশেষ আবিষ্কৃত মৌলিক পদার্থ কি? – আনান সেপটিয়াম
  91. সিমেন্ট তৈরির অন্যতম কাঁচামাল – জিপসাম
  92. আইসোটোপে কি ভিন্ন থাকে ?- ভর সংখ্যা
  93. আইসবারে কি ভিন্ন থাকে?- প্রোটন সংখ্যা
  94. আইসোটোনে কি সমান থাকে? – নিউট্রন
  95. আইসবারে কি সমান ্থাকে ? – ভর সংখ্যা
  96. গ্যাসের চাপ মাপার যন্ত্র – ম্যানোমিটার
  97. লেখার চক কি দিয়ে তৈরি- ক্যালসিয়াম কার্বনেট
  98. অ্যাকোয়া রিজিয়া বা অম্লরাজ কাকে বলে?- ১ঃ ৩ অনুপাতে নাইট্রিক ও হাইড্রক্লোরিক অ্যাসিড
  99. আধুনিক পর্যায় সারণী কে তৈরী করেছেন ? – বিজ্ঞানী নীল বোর
  100. আধুনিক পর্যায় সারণী কিসের ভিত্তিতে তৈরী করেছেন ? -মৌলের পরমাণুর ইলেক্ট্রন বিন্যাসের ভিত্তিতে

Click Here To Download The PDF

Suggested Reading

Current Affairs Part 1

 

 

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!