WB Class 8 Koshe Dekhi 9(Part 1)
কষে দেখি ৯
১)নিচের সমদ্বিবাহু ত্রিভুজগুলি দেখি ও না মেপে প্রতিটি ত্রিভুজের কোন দুটি বাহু সমান হবে লিখি
২)নিচের সমদ্বিবাহু ত্রিভুজগুলি দেখি ও না মেপে প্রতিটি ত্রিভুজের কোন দুটি কোন সমান হবে লিখি
৩)AB এবং CD সরল রেখাংশ দুটি পরস্পরকে O বিন্দুতে সমদ্বিখন্ডিত করে। প্রমান করি যে AC ও BD সরল রেখাংশ দুটি পরস্পর সমান্তরাল। ACBD চতুর্ভুজটি কি ধরনের চতুর্ভুজ তা লিখি।
8)AB ও CD সমান্তরাল সরলরেখার উপর E ও F দুটি বিন্দু। EF সরল রেখাংশের মধ্যবিন্দু O, O বিন্দু দিয়ে যে কোন সরল রেখাংশ তানা হল যা AB ও CD সরলরেখাকে যথাক্রমে P ও Q বিন্দুতে ছেদ করে। প্রমান করি যে PQ সরল রেখাংশ O বিন্দুতে সমদ্বিখন্ডিত হয়।
৫)প্রমান করি যে একটি সমদ্বিবাহু ত্রিভুজ এর ভুমিকে উভয়দিকে বর্ধিত করলে যে দুটি বহিঃ কোন উৎপন্ন হয় তাদের পরিমাপ সমান।
Click Here To Download the Pdf
Koshe Dekhi 9.(Part 1)