Present Perfect Tense/পুরাঘটিত বর্তমান
যে সমস্ত বাক্যে ক্রিয়া পদের কাজ শেষ হয়ে গেছে কিন্তু তার ফল এখন বর্তমান তাকে সেই সমস্ত বাক্যকে Present Perfect Tense বলে।
বাংলায় চেনার সহজ উপায়
বাক্যে ক্রিয়াপদের শেষে য়েছ ইয়াছি ইয়েছেন এল এলে লাম ইত্যাদি থাকলে তা সাধারনত পুরাঘটিত বর্তমান হয়।
Structure
Subject + has/ have + verb (3rd ) + object
Note : মনে রাখতে হবে 3rd person singular no হলে অর্থাৎ He, She, It বা কোন ব্যাক্তি, বস্তু বা জায়গায় নাম হলে has হবে। I ,We , you ,They এবং বাকি plural subject এর শেষে have বসে
Example:
সে দুপুরে ভাত খেয়েছে।
এখানে সে হল subject – She
তারপর নিয়ম অনুসারে বসবে has
Verb খেয়েছে অর্থাৎ eat এর 3rd/ past participle form eaten
তারপর object বসাতে হবে- rice at lunch.
She has eaten rice .
আমি তোমার চিঠি পেয়েছি – I have gotten your letter.
সে দিল্লি গিয়েছি – He has gone to Delhi.
মা আজ মাংস রান্না করেছেন – Mother has cooked meat today.
ব্যাতিক্রম
সে দারজিলিং গ্যাছে।
She has gone to Darjeeling.
কিন্তু যদি বলি সে গতকাল দারজিলিং গ্যাছে।
বাক্যটি Present Perfect Tense এর মত শুনতে লাগলেও এখানে সময়ের উল্লেখ আছে। তাই বাক্যটি হবে She went to Darjeeling yesterday. অর্থাৎ Simple past Tense.
বাংলা বাক্যে অনেক ক্রিয়াপদ Present Perfect Tense এর মত শুনতে লাগলেও যদি সময় উল্লেখ করা থাকে যা অতিত সময়কে বোঝায় তবে তা Simple past Tense হবে।
আবার বাংলা বাক্যে অনেক ক্রিয়াপদ Present Perfect Tense এর মত শুনতে লাগলেও সেগুলি কে Present Indefinite Tense করতে হয়। যেমন –
তার ২০ বছর বয়স হয়েছে।
She is twenty now.
রাস্তাটি দিল্লি পর্যন্ত গ্যাছে।
The road goes upto Delhi.
কড়া রোঁদ উঠেছে।
Bright sun is up.
Negative Sentences: বাংলায় Present Perfect Tense এর না বাচক বাক্য লেখার কিছু নিয়ম আছে।
Structure:
Subject + has/ have +not + verb (3rd ) + object
Example:
সে আজ দুপুরে ভাত খায় নি।
She has not eaten rice at lunch.
তুমি পড়াশুনা করনি।
You have not studied.
তারা চিড়িয়াখানায় যায় নি।
They have not gone to the Zoo.
Positive Interrogative Sentence: বাংলায় Present Perfect Tense এর হ্যা বাচক প্রশ্নবোধক বাক্য লেখার কিছু নিয়ম আছে।
Structure:
Have/has + Subject + verb (3rd ) + object
Example:
তোমরা কি স্কুলে গিয়েছিলে ?
Have you gone to school?
সে কি কাজটি করেছে?
Has she done the work?
বাবা কি বাড়ি ফিরেছেন?
Has father returned to home?
Negative Interrogative Sentence: বাংলায় Present Perfect Tense এর না বাচক প্রশ্নবোধক বাক্য লেখার কিছু নিয়ম আছে।
Structure:
Have/has + Subject + not+ verb (3rd ) + object
সে কি আজ মামাবাড়ি যায়নি?
Has he not gone to Uncle’s house today?
তুমি কি কাজটি করনি?
Have you not done the work?
তারা কি আজ খেলেনি?
Have they not played today?
Positive Wh-word Interrogative Sentence: বাংলায় Present Perfect Tense এর Wh-word এর অর্থাৎ What( কি ), Where ( কোথায় ),Why ( কেন),When (কখন),Which ( কোনটি ),How (কিভাবে) হ্যা বাচক প্রশ্নবোধক বাক্য লেখার কিছু নিয়ম আছে।
Structure:
Wh-word +Have/has + Subject + verb (3rd ) + object
Example:
তোমরা কখন বাড়ি ফিরলে ?
When have you returned home?
তারা কোথায় গিয়েছে?
Where have they gone?
সে রাতে কি খেয়েছে?
What have she eaten at dinner?
Negative Wh-word Interrogative Sentence: বাংলায় Present Perfect Tense এর Wh-word এর অর্থাৎ What( কি ), Where ( কোথায় ),Why ( কেন),When (কখন),Which ( কোনটি ),How (কিভাবে) না বাচক প্রশ্নবোধক বাক্য লেখার কিছু নিয়ম আছে।
Structure:
Wh-word +not+Have/has + Subject + verb (3rd ) + object
Example:
তুমি গল্পের বইটি পড় নি কেন?
Why have not you read the story book?
সে কোথায় যায় নি?
Where have not /haven’t she gone?
তারা কখন পড়াশুনা করে নি?
When haven’t they study?
Click here to download