Wednesday, January 22, 2025
HomeCurrent GK100 Question of Physical Science (ভৌত বিজ্ঞানের ১০০ টি বাছাই করা প্রশ্ন)

100 Question of Physical Science (ভৌত বিজ্ঞানের ১০০ টি বাছাই করা প্রশ্ন)

ভৌত বিজ্ঞানের ১০০ টি বাছাই করা প্রশ্ন

  1. লাফিং গ্যাসের সঙ্কেত কি? – নাইট্রাস অক্সাইড (N2O)
  2. কাঁদুনে গ্যাসের অপর নাম – ক্লোরোপিকরিন
  3. বলের একক কি ? – নিউটন
  4. আলোর পরিমানের একক কি ? – লাক্স
  5. তড়িৎ প্রবাহের একক কি ? – অ্যাম্পিয়ার
  6. বিভব পার্থক্যের একক কি ? – ভোল্ট
  7. দীপ্তি প্রবাহের একক কি ? – লুমেন
  8. মেট্রিক পদ্ধতি গৃহীত হয় – ১৯৫৭ থেকে
  9. শব্দের গতি সব থেকে কম- বায়বীয় মাধ্যমে
  10. বজ্রপাতের শব্দের মাত্রা – ১১০ ডেসিবেল
  11. ঘড়ির টিকটিক শব্দের মাত্রা – ৩০ ডেসিবেল
  12. জেট বিমান ওড়ার শব্দের মাত্রা – ১২০ ডেসিবেল
  13. আমরা কোন শব্দ শুনতে পাই ? – ২০ থেকে ২০,০০০ হার্টজের মধ্যে থাকা শব্দ
  14. ইনফ্রাসনিক শব্দ কাকে বলে ? – কোনো বস্তুর কম্পাঙ্ক সেকেন্ডে ২০ হার্টজের কম হলে
  15. আল্ট্রাসনিক শব্দ কাকে বলে ? – কোনো বস্তুর কম্পাঙ্ক সেকেন্ডে ২০,০০০ হার্টজের বেশি হলে
  16. বাদুর চলার জন্য ব্যবহার করে- আল্ট্রাসনিক তরঙ্গ
  17. বরফ গলার লীন্ তাপ কত? – ৮০ ক্যালরি/ গ্রাম
  18. ফিউজ তারে কি ধাতু ব্যবহার করা হয় ? – টিন ও সিসার সংকর ধাতু টাংস্টেন
  19. হিটারে কি তার ব্যবহার করা হয় ? -নাইক্রোম
  20. মোটরগাড়ির লুকিং গ্লাস কি দর্পণের উদাহরন ? -উত্তল দর্পন
  21. গাড়ির হেডলাইটের পিছনের দর্পন -অধিবৃত্তাকার দর্পন
  22. মরুভুমিতে সৃষ্ট মরীচীকা হল – অসদবিম্ব
  23. মরীচিকা, পদ্ম পাতার জলকনার মুক্তসদৃশ প্রতিফলন কি ধরনের? -আলোকের অভ্যন্তরীণ পুর্ন প্রতিফলন
  24. কোন বর্নের আলো সবচেয়ে বেশি বিক্ষিপ্ত হয় ? – বেগুনি
  25. কোন বর্নের আলো সবচেয়ে কম বিক্ষিপ্ত হয় ? – লাল
  26. হীরক দেখার কারন– পূর্ণ অভ্যন্তরীন প্রতিফলনের জন্য
  27. যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে বলে – দর্পন
  28. সিনেমাস্কোপ প্রোজেক্টরে ব্যবহৃত হয় – অবতল লেন্স
  29. আকাশের রংধনু সৃষ্টির কারন – বৃষ্টির কনায় আলোর বিচ্ছুরন
  30. আলোর বিচ্যুতি সবচেয়ে বেশি – বেগুনি রঙ্গের
  31. আলোর বিচ্যুতি সবচেয়ে কম- লাল রঙ্গের
  32. লাল আলোতে নীল রঙের ফুল দেখাবে – কালো
  33. হ্যালোজেন মৌলের উদাহরন হল – ফ্লোরিন, ক্লোরিন , ব্রোমিন , আয়োডিন , অ্যাস্টাটিন
  34. চুম্বকের চুম্বকত্ব কোন উষ্ণতায় বিনষ্ট হয় ? – ৭৫০ C
  35. সবচেয়ে ভারী মৌল – ইউরেনিয়াম
  36. সবচেয়ে হাল্কা মৌল – করানডাম
  37. প্রাকিতিক বস্তুর মধ্যে সবচেয়ে কঠিন পদার্থ – হীরক
  38. সবচেয়ে ভারী ধাতু – ইউরেনিয়াম
  39. সর্বাপেক্ষা হাল্কা ধাতু- লিথিয়াম
  40. তামা ও টিনের মিশ্রনে তৈরি হয়- ব্রোঞ্জ
  41. সবচেয়ে মুল্যবান ধাতু- প্লাটিনাম
  42. সবচেয়ে ভারী অধাতু – আয়োডিন
  43. সবচেয়ে হালকা অধাতু – হাইড্রোজেন
  44. দার্শনিকের উল বা ফ্লাওয়ার অফ জিঙ্ক কি ? – জিঙ্ক অক্সাইড (ZnO)
  45. পলিথিনের মনোমার কি ? – ইথিলিন
  46. কাপর কাঁচা সোডা কি ? – সোডিয়াম কার্বনেট
  47. কস্টিক সোডা কি ? – সোডিয়াম হাইড্রাক্সাইড
  48. ভারী জল কি ? – ডয়টেরিয়াম অক্সাইড
  49. এল পি জি গ্যাস সিলিন্ডারে কি গ্যাস থাকে ? – বুটেন, আইসোবুটেন , প্রোপেন
  50. লোহার সবচেয়ে খাঁটি রুপ হল – রট আয়রন
  51. বৃষ্টির জলের pH মাত্রা – 6
  52. বিশুদ্ধ সাধারন জলের pH মাত্রা – 0
  53. রক্তের pH মাত্রা – 5- 8
  54. কোন বস্তুর আপেক্ষিক তাপ সব থেকে বেশি ? – জল
  55. নিয়ন সাইনে হাইড্রোজেন গ্যাস ব্যবহার করলে কি রঙের আলো হয়? – নীলাভ আল
  56. নিয়ন সাইনে CO2 গ্যাস ব্যবহার করলে কি রঙের আলো হয়?- নীল সাদা
  57. নিয়ন সাইনে হিলিয়াম গ্যাস ব্যবহার করলে কি রঙের আলো হয়?- হলুদ
  58. নিয়ন সাইনে শুধু বায়ু গ্যাস ব্যবহার করলে কি রঙের আলো হয়? – গোলাপী
  59. ডাক্তারি থার্মোমিটার বলতে কোন থার্মোমিটার কে বোঝায় ? – ফারেনহাইট থার্মোমিটা্র
  60. রেফ্রিজারেটরে ব্যবহৃত হয়- কার্বন ও ফ্রেয়ন
  61. পলিথিন মাটির সাথে মিশতে সময় লাগে – প্রায় ৪৫০ বছর
  62. কাচ মাটির সাথে মিশতে সময় লাগে – প্রায় ২০০ বছর
  63. সূর্য থেকে পৃথিবীর দুরত্ব – প্রায় ১৫ কোটি কিলোমিটার
  64. লেজার রশ্মি আবিস্কার করেন- মাইম্যান
  65. লেন্সের ক্ষমতার একক- ডায়াপ্টার
  66. চা তাড়াতাড়ি ঠাণ্ডা হয়- কালো রঙের কাপে
  67. বিদ্যুৎ পরিবাহিতা সবচেয়ে বেশি – রুপার
  68. লোহার উপর টিনের প্রলেপ দেয়াকে বলে – গ্যাল্ভানাইজিং
  69. বৈদ্যুতিক বাল্বের ভিতরের সরু তারটি তৈরী হয়- টাংস্টেন দ্বারা
  70. ট্রানজিস্টার আবিস্কার হয় -১৯৪৮ সালে
  71. টিউমার , ক্যান্সার রোগ নির্ণয়ে ব্যবহৃত হয় – গামা রস্মি
  72. রঙ্গিন টেলিভিশন থেকে বের হয় – মৃদু রঞ্জন রশ্মি
  73. ইলেকট্রন আবিস্কার করেন- থমসন
  74. প্রোটন আবিস্কার করেন – রাদারফোর্ড
  75. নিউটন আবিস্কার করেন- স্যাডউইক
  76. এটম বোমা তৈরি হয় – ফিশন প্রক্রিয়ায়
  77. ব্ল্যাক বক্স যন্ত্র ব্যবহৃত হয় – বিমানে
  78. পলিথিন পোড়ালে উৎপন্ন হয় – কার্বনমনো অক্সাইড
  79. ইউরিয়া সার উৎপাদন করার কাঁচামাল হল – প্রাকৃতিক গ্যাস
  80. বায়োগ্যাসের প্রধান উপাদান- মিথেন
  81. সেভিং সাবানের উপাদান -কস্টিক পটাশ
  82. ওজোনের রঙ – ঘন নীল
  83. সাবানের রাসায়নিক নাম- সোডিয়াম স্টিয়ারেট
  84. ওজোন স্তরের সর্বাপেক্ষা ক্ষতিকারক গ্যাস- ক্লরিন
  85. মার্বেল প্রস্তুত হয়- চুনাপাথর থেকে
  86. স্যাকারিন প্রস্তুত হয়- টলুইন থেকে
  87. ফসফিন কি ধরনের পদার্থ ?- যৌগিক
  88. ভর সংখ্যার অপর নাম কি ? – নিউক্লিয়াস সংখ্যা
  89. MKS পদ্ধতিতে ভরের একক কি? – কিলোগ্রাম
  90. সর্বশেষ আবিষ্কৃত মৌলিক পদার্থ কি? – আনান সেপটিয়াম
  91. সিমেন্ট তৈরির অন্যতম কাঁচামাল – জিপসাম
  92. আইসোটোপে কি ভিন্ন থাকে ?- ভর সংখ্যা
  93. আইসবারে কি ভিন্ন থাকে?- প্রোটন সংখ্যা
  94. আইসোটোনে কি সমান থাকে? – নিউট্রন
  95. আইসবারে কি সমান ্থাকে ? – ভর সংখ্যা
  96. গ্যাসের চাপ মাপার যন্ত্র – ম্যানোমিটার
  97. লেখার চক কি দিয়ে তৈরি- ক্যালসিয়াম কার্বনেট
  98. অ্যাকোয়া রিজিয়া বা অম্লরাজ কাকে বলে?- ১ঃ ৩ অনুপাতে নাইট্রিক ও হাইড্রক্লোরিক অ্যাসিড
  99. আধুনিক পর্যায় সারণী কে তৈরী করেছেন ? – বিজ্ঞানী নীল বোর
  100. আধুনিক পর্যায় সারণী কিসের ভিত্তিতে তৈরী করেছেন ? -মৌলের পরমাণুর ইলেক্ট্রন বিন্যাসের ভিত্তিতে

Click Here To Download The PDF

Suggested Reading

Current Affairs Part 1

 

 

RELATED POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Recent Posts

error: Content is protected !!