ক)নিউটন খ) নিউটন বর্গ মিটার গ) নিউটন/ বর্গমিটার ঘ) ) নিউটন/ বর্গমিটার
১.২ আইসোবারদের ক্ষেত্রে নীচের যে কথাটি ঠিক টা হলো এদের – ক) ভর সমান খ) প্রোটন সংখ্যা সমান গ)নিউট্রন সংখ্যা সমান ঘ)ভর সংখ্যা সমান
১.৩ যে কোশীয় অঙ্গাণুর মধ্যে পুরোনো জীর্ণ কোশকে ধ্বংস করার জন্য নানা ধরনের উৎসেচক থাকে তা হলো – ক)মাইটোকন্ড্রিয়া খ) রাইবোজোম গ) নিউক্লিয়াস ঘ) লাইসোজোম
২। সংক্ষিপ্ত উত্তর দাও
২.১ এক কিলোগ্রাম ভরের বস্তুকে পৃথিবী কত পরিমাণ বল দিয়ে আকর্ষ্ ণ করে?
উঃ এক কিলোগ্রাম ভরের বস্তুকে পৃথিবী ( 1×9.8) নিউটন = 9.8 নিউটন বল দিয়ে আকর্ষণ করে।
২.২ লঘু অ্যাসিড থেকে হাইড্রোজেন গ্যাস মুক্ত করার ক্রমহ্রাসমান প্রবণতা অনুসারে কয়েকটি ধাতুকে সজিয়ে দেওয়া হলোঃ Na,Fe, (H), Ca, Au. এই তথ্য থেকে সবচেয়ে তড়িৎ ধনাত্মক ধাতুটিকে চিহ্নিত করো
উঃ সবচেয়ে তড়িৎ ধনাত্মক ধাতু Na
২.৩ চোখের রেটিনায় উপস্থিত কোন কোশ মৃদু আলোয় দর্শনে সাহায্য করে?
উঃ চোখের রেটিনায় উপস্থিত রড কোশ মৃদু আলোয় দর্শনে সাহায্য করে
৩ একটি বা দুটি বাক্যে উত্তর দাও
৩.১ কুলম্বের সুত্রের গাণিতিক রূপটি লেখো এবং k রাশিটির SI একক উল্লেখ করো।
উঃ কুলম্ব সুত্রের গাণিতিক রূপটি হলো-
F = kq1q2/r2
এখানে q1 এবং q2 হলো তড়িতাহিত বস্তু দুটির আধানের পরিমাণ r হলো তড়িতাহিত বস্তু দুটির মধ্যে দুরত্ব এবং F হলো বস্তু দুটির মধ্যে ক্রিয়াশীল তড়িৎ বল।
K এর SI একক নিূউটন(মিটার)2/ কুলম্ব2
৩.২ খুব শুকনো ও ঠাণ্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীদের দেহে কী কী বিশেষ বৈশিষ্ট্য দেখা যায়?
উঃ খুব শুকনো ও ঠাণ্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীদের কোশে অ্যা ন্টিফ্রীজ প্রোটিন থাকে যা কোশীয় তরলে বরফের কেলাশ তৈরীতে বাধা দেয়। এছাড়াও তাপ সংরক্ষনের প্রয়োজনে এদের দেহে ফ্যাট সঞ্চয়কারী কোশের প্রাচুর্য থাকে।
৪ তিন চারটি বাক্যে উত্তর দাও
৪.১ সমযোজী বন্ধন দিয়ে গঠিত জল, মিথেন এবং অ্যামোনিয়া অণুর প্রাথমিক গঠন কীরকমের তা এঁকে দেখাও।
অ্যামোনিয়া জল
মিথেন
৪.২ এন্ডোপ্লাজমীয় জালিকার গঠন ও কাজ উল্লেখ করো।
উঃ এন্ডোপ্লাজমীয় জালিকা প্লাজমা পর্দা থেকে উৎপন্ন হয়ে নিউক্লীয় পর্দা পর্যন্ত বিস্তৃত থাকে। কতগুলো পর্দাবেষ্টিত নানা আকারের নল দিয়ে এরা গঠিত। এরা সাইটোপ্লাজমকে কতগুলো অসম্পুর্ণ প্রকোষ্ঠে ভাগ করে। কোনো পর্দার বাইরের দিকে প্রোটিন সংশ্লেষকারী রাইবোজোম যুক্ত থাকে, তাই এদের অমসৃণ দেখায়।
এদের কাজ হল- ক) বিভিন্ন কোশীয় বস্তুর প্রোটিন ও লিপিড সংশ্লেষ করা