Model Activity Task 2022 February
Class 5| Math | Part-2
মডেল অ্যাক্টিভিটি টাস্ক–২০২২| ফেব্রুয়ারী
পঞ্চম শ্রেণী | গ্ণিত | পার্ট –২ |
পূর্ণমান -১৫
৩। (ক) ৩,৬, ৯, ৭ এবং ৫ সংখ্যাগুলি দিয়ে গঠিত পাঁচ অংকের ক্ষুদ্রতম ও বৃহত্তম সংখ্যা দুটি লেখো।
সমাধানঃ ৩,৬, ৯, ৭ এবং ৫ সংখ্যাগুলি দিয়ে গঠিত পাঁচ অংকের ক্ষুদ্রতম সংখ্যা হল= ৩৫৬৭৯
৩,৬, ৯, ৭ এবং ৫ সংখ্যাগুলি দিয়ে গঠিত পাঁচ অংকের বৃহত্তম সংখ্যা হল= ৯৭৬৫৩
(খ) ৯০০০৯ সংখ্যাটিকে স্থানীয় মানে বিস্তার করে লেখো
সমাধানঃ
৯×১০০০০+ ৯×১
=৯০০০০+৯
(গ) ৪০ এর উপরে ৬ এর দুটি গুণিতক লেখো
সমাধানঃ
৬×৭= ৪২
৬×৮= ৪৮
∴৪০ এর উপরে ৬ এর দুটি গুণিতক হল= ৪২,৪৮
৪।(৩৭০২৯+১) সংখ্যাটিকে বল ও কাঠির সাহায্যে প্রকাশ কর।
সমাধানঃ
৩৭০২৯+১= ৩৭০৩০
Click Here To download The Pdf