Model Activity task 2021(July)
Class 10 Math ( Part-4)
মডেল অ্যাক্টিভিটি টাস্ক ২০২১ |
দশম শ্রেণী গণিত( পার্ট -৪)
নিচের প্রশ্নগুলির উত্তর লেখ :
- বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন (MCQ)
(i) বাস্তব সহগ যুক্ত একচলবিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি হল
(a) x(x2−1)−3x=0 (b) x2(x2−1)−6x=0 (c) x(x-1)-x=0 (d) 2x−4=0
(ii) (2x-2)(x+3)=0 সমীকরণটির বীজ দুটি হলো
(a) -1,-3 (b) -1,3 (c) 1,-3 (d) 1,3
(iii) বার্ষিক 10% সরল সুদের হারে 50 টাকার 2 বছরের সুদ ঐ একই হারে 100 টাকার 1 বছরের সুদের
(a) দ্বিগুণ (b) অর্ধেক (c) এক চতুর্থাংশ (d) সমান
(iv) O কেন্দ্রীয় বৃত্তের PQ ও RS দুটি সমান দৈর্ঘ্যের জ্যা । O বিন্দু থেকে PQ জ্যা এর দূরত্ব 8 সেমি. হলে , O বিন্দু থেকে RS জ্যা এর দূরত্ব কত?
(a)8 সেমি (b)16 সেমি (c)4 সেমি (d)10 সেমি
∠OCQ=ODS=90º
OQ=OS
CQ=DS
∴ △COQ ও △ODS পরস্পর সর্বসম।
∴ OC=OD=8 সেমি ।
- সত্য / মিথ্যা লেখ (T/F)
(i) একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য অর্ধেক করা হলে , ঘনকটির আয়তন প্রথম আয়তনের 1/8 অংশ হবে।
সত্য (T) ।
সমাধানঃ
ধরি ঘনকটির প্রাথমিক বাহুর দৈর্ঘ্য ছিল 2a । অর্থাৎ অন্তিম দৈর্ঘ্য ছিল a ।
আমরা জানি , ঘনকের আয়তন = (বাহু)3
অতএব, প্রাথমিক আয়তন= (2a)3 = 8a3
এবং , অন্তিম আয়তন =(a)3 = a3
এখন,( অন্তিম আয়তন ÷ প্রাথমিক আয়তন) =a3 / 8a3= 1/8
(iv) চিত্রে O কেন্দ্রবিশিষ্ট বৃত্তে AB একটি ব্যাস । বৃত্তের ভেতরে Q একটি বিন্দু । ∠AQB সর্বদা সূক্ষ্মকোণ ।
মিথ্যা (T) ।
- সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন (S.A.)
i)একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন ও বক্রতলের ক্ষেত্রফল সাংখ্যমানে সমান হলে, উহার ব্যাসার্ধ নির্ণয় করো
বা, r=2
উঃ লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ 2 একক।
4.যুক্তি দিয়ে প্রমাণ করো যে, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পুরক ।
Click Here To Download The Pdf