Monday, December 30, 2024
HomeCurrent GKCurrent Affairs (Part 1) In Bengali

Current Affairs (Part 1) In Bengali

Current Affairs -1

কারেন্ট অ্যাফেয়ার্স -১

1.ভারত কোন সবজি বীজের রপ্তানি নিষিদ্ধ করেছে?

-পেয়াজ

2.ভারতীয় রেল মহিলা যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করতে কোন উদ্যোগ নিয়েছে?

-মেরি সহেলি

3.কোন রাজ্য সরকার মেডিকেল কলেজে ভর্তিতে সরকারি স্কুলের শিক্ষাত্রিদের ৭.৫ %  রিজারভেশনের জন্য বিল পাশ করেছে?

তামিলনাড়ু

4.সম্প্রতি প্রয়াত কেশুভাই প্যাটেল কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন?

-গুজরাট

5.Internatinal Internet day কবে পালিত হয় ?

-২৯ শে অক্টোবর

6.World Stroke Day কবে পালিত হয় ?

-২৯ শে অক্টোবর

7.কোন রাজ্য জমি ও সম্পত্তি নিবন্ধনের জন্য “ধরণী” ওয়েব পোর্টাল চালু করেছে?

-তেলেঙ্গানা

8.সম্প্রতি ভারতীয় ও ক্যানাডিয়ান গবেষকরা কোন সভ্যতায় দুধ উৎপাদনের প্রমান পেয়েছে?

-সিন্ধু সভ্যতা

9.ভারত কোন দেশের সঙ্গে  BECA চুক্তি স্বাক্ষর করেছে?

-আমেরিকা যুক্তরাষ্ট্র

10.জাতীয় একতা দিবস কবে পালিত হয়?

-৩১ শে অক্টোবর

11.কোন ভারতীয় মহাপুরুষের জন্মদিন উপলক্ষ্যে জাতীয় একতা দিবস কবে পালিত হয় ?

-সর্দার বল্লভ ভাই প্যাটেল

12.World Cities Day কবে পালিত হয়?

-৩১ শে অক্টোবর

13.World Cities Day এর এবারের থিম কি ছিল?

-Valuing our Communities and Cities

14.UN Global Climate Action Award 2020  কে পেয়েছে?

-Global Himalayan Expedition

15.চেন্নাই সুপার কিংস দলের কোন খেলোয়াড়  সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষনা করেছেন?

-Shane Watson

16.কোন সশস্ত্র বাহিনী Secure for Internet (SAI)  নামক একটি ম্যাসেজিং অ্যাপ চালু করেছে?

– ভারতীয় সেনা

17.ভারতীয় সেনার বর্তমান Chief of Army Staff হলেন

– মনোজ মুকুন্দ নারভানে

18.আসাম সরকারের মুখ্য সচিব পদে কে নিযুক্ত হয়েছেন ?

– জিষ্ণু বড়ুয়া

19.ভারতের বর্তমান বিমান বাহিনীর প্রধান হলেন

– রাকেশ কুমার সিং ভাদুরিয়া

20.ফ্রান্সের বর্তমান রাস্ট্রপতি হলেন

– এম্মানুয়েল ম্যাকরন

21.হরিয়ানা হ্যারিকেন নামে পরিচিত

– কপিলদেব

22.প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কবে Virtual Global Investor Roundtable (VGIR) এর সভাপতিত্ব করেন?

– ৫ ই নভেম্বর

23.সম্প্রতি খবরে Sordar Patel  Zoological Park টি কোন রাজ্যে অবস্থিত?

– গুজরাট

24.Emmet Leahy Award 2020 কে পেয়েছে?

– দীনেশ কাতরে

25.Pandemonium : The Great Indian Banking Tragedy  বইটির লেখক কে ?

– তমাল বন্দোপাধ্যায়

26.World Vegan Day কবে পালিত হয় ?

– ১ লা নভেম্বর

27.রামনগর বন্যপ্রানী অভয়ারন্য কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত?

– জম্মু ও কাশ্মীর

28.কোন রাজ্য আশা কর্মীদের জন্য ৫৭ কোটি টাকা বরাদ্দ করেছে ?

– মহারাষ্ট্র

29.কোন ক্রিকেটার T20 ক্রিকেটে ১০০০ টি ছক্কা মেরে রেকর্ড তৈরী করেছেন?

– ক্রিস গেইল

30.সম্প্রতি অবসরপ্রাপ্ত শেন ওয়াতসন কোন দেশের নাগরিক ?

– অস্ট্রেলিয়া

31.সম্প্রতি প্রয়াত সতীশ প্রসাদ কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন ?

– বিহার

32.অস্ট্রিয়ার মুদ্রার নাম কি ?

– ইউরো

33.Internatinal Atomic Energy Egency এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

– ভিয়েনা

34.Silent Valley National Park  কোন রাজ্যে অবস্থিত ?

– কেরালা

35.কোন রাজ্য সরকার ই- যানবাহনের জন্য ১০০ % কর ছাড়ের ঘোষনা করেছে?

– তামিলনাড়ু

36.রাজস্থানের পর কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল আতসবাজি নিষিদ্ধ করেছে?

– দিল্লি

37.Public Investment Fund (PIF) কত টাকা রিলায়েন্স রিটেলে বিনিয়োগের ঘোষনা করেছে ?

– ৯৫৫৫ কোটি

38.World Tsunami Awareness Day কবে উদযাপিত হয়?

– ৫ই নভেম্বর

39.সম্প্রতি অবসরপ্রাপ্ত মার্লোন স্যামুয়েল  কোন দেশের নাগরিক ?

– ওয়েস্ট ইন্ডিজ

40.Gulf Cooperation Council (GCC) –  এর সদর দপ্তর কোথায় ?

-সৌদি আরব

41.দরিদ্র পরিবার ও পাব্লিক অফিসগুলির জন্য কোন রাজ্য বিনামুল্যে ইন্টারনেট প্রদানের জন্য একটি প্রকল্প শুরু করেছে?

– কেরালা

42.কোন দেশ ভারতের সিরাম ইনস্টিটিউটের সঙ্গে ৩ কোটি  Covid-19 Vaccine  এর জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে?

– বাংলাদেশ

43.সম্প্রতি Facebook  কতৃপক্ষ কোন বিশ্ব ক্রীড়া সঙ্ঘের official page বন্ধ করে দিয়েছে?

– ISSF

44.কোন মেসেজিং প্লাটফর্ম ভারতে UPI পেমেন্ট শুরু করেছে?

– Whatsapp

45.Jugalbandi : The BJP before Modi বইটির লেখক কে ?

– বিনয় সীতাপতি

46.ভারতের কোন হাইকোর্ট Youtube Channel এ বিচারিক কাজকর্ম সরাসরি সম্প্রচার করার জন্য ভারতের প্রথম হাইকোর্টে পরিনত হয়েছে ?

– গুজরাট হাইকোর্ট

47.কোন ই- কমার্স সংস্থা উন্নত কৃষি পন্য সহজলোভ্য করার জন্য  SBI YONO Krishi App -এর সঙ্গে partnership করেছে?

– ইফকো বাজার

48.ভারতের কেন্দ্রীয় তথ্য কমিশন -এর প্রধান তথ্য কমিশনার (CIC) পদে কাকে নিয়োগ করা হয়েছে ?

– যশবর্ধন কুমার সিনহা

49.CARAT- 2020  সামরিক অনুশীলনটি কোন দুটি দেশের মধ্যে সঙ্ঘটিত হয়?

– বাংলাদেশ ও আমেরিকা যুক্তরাষ্ট্র

50.বিশ্বের সর্বোচ্চ উচ্চতার ডেটা সেন্টার কোথায় নির্মাণ করা হচ্ছে ?

– তিব্বত

Click here To Download The Pdf

RELATED POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Recent Posts

error: Content is protected !!