Model activity Task | Class 8| Science| Part- 1
পরিবেশ ও বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 1
নিচের প্রশ্নগুলোর উত্তর লেখ
১. পারদ এর ঘনত্ব 13.6 গ্রাম / ঘন সেমি হলে 5 লিটার পারদ এর ভর কত কিলোগ্রাম হবে তা নির্ণয় করো।
উ: আমরা জানি 1 লিটার = 1000 ঘন সেমি।
অর্থাৎ 5 লিটার = 5000 ঘন সেমি।
এক্ষেত্রে, 1 ঘন সেমি পারদ এর ভর 13.6 গ্রাম
অতএব, 5000 ঘন সেমি পারদ এর ভর =(13.6 × 5000) গ্রাম
=68000 গ্রাম
= 68 কিলোগ্রাম।
২. প্রাণী কোষের একটি পরিচ্ছন্ন চিত্র অংকন করে তার বিভিন্ন অংশ চিহ্নিত করো
চিত্রঃ প্রাণী কোষ |
৩. বিশেষ পরীক্ষা থেকে রাদারফোর্ড পরমাণুর গঠন সম্বন্ধে কি কি সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন?
উ: বিশেষ পরীক্ষার মাধ্যমে রাদারফোর্ড পরমাণুর গঠন সম্বন্ধে নিম্নলিখিত সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন:
(i) পরমাণুর মধ্যে বেশিরভাগ জায়গাই ফাঁকা।