Model Activity task 2021(September)
Class-5 | Science |( Part-6)
মডেল অ্যাক্টিভিটি টাস্ক ২০২১ | সেপ্টেম্বর
পঞ্চম শ্রেণী| পরিবেশ |( পার্ট –৬)
১ ঠিক উত্তর নির্বাচন কর
১.১ পশ্চিমবঙ্গে চা চাষ হয়
(ক) রাঢ় অঞ্চলে (খ) গাঙ্গেয় সম্ভুমি অঞ্চলে
(গ) উত্তরের পার্বত্য অঞ্চলে (ঘ) উপকুলের সমভুমি অঞ্চলে
১.২ যেটি সমুদ্রের মাছ সেটি হল –
(ক) পারশে (খ)ট্যাংরা
(গ) রুই (ঘ) সার্ডিন
১.৩ সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিনটি যে দিবস রূপে পালিত হয় সেটি হল–
(ক) শিক্ষক দিবস (খ)পরিবেশ দিবস
(গ) শিশু দিবস (ঘ) সাধারণ তন্ত্র দিবস
২ শুণ্যস্থান পূরণ কর
২.১ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান যে যে দেশের জাতীয় সঙ্গীত তা হল ভারত ও বাংলাদেশ।
২.২ বিপ্লবী সূর্য সেন মাস্টারদা নামে পরিচিত ছিলেন।
২.৩ একটি নিত্যবহ নদীর নাম হল গঙ্গা।
৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও
৩.১ সুন্দরবন অঞ্চলের মাটির দুটি বৈশিষ্ট্য উল্লেখ কর।
উঃ সুন্দরবন অঞ্চলের মাটির দুটি বৈশিষ্ট্য হলঃ
(i)সমুদ্রের নোনতা জল মেশায় এই অঞ্চলের মাটি খুব নোনতা হয়
(ii)মাটিতে বালির ভাগ বেশি , কাদার ভাগ খুব কম।
৩.২ লুপ্তপ্রায় মাছ সংরক্ষণে কি কি ব্যবস্থা নেওয়া যেতে পাড়ে?
উঃ লুপ্তপ্রায় মাছ সংরক্ষণের জন্য নেওয়া পদক্ষেপগুলি হলঃ
(i)লুপ্তপ্রায় মাছগুলিকে যাতে অন্য বড় মাছ খেয়ে না নেয় তাই তাদের জন্য আলাদা পুকুরের ব্যবস্থা করতে হবে।
(ii)বাজারে লুপ্তপ্রায় মাছ যাতে বিক্রি না হয় ও লুপ্তপ্রায় মাছ ধরার ব্যপারে কোঠর নিষেধাজ্ঞা জারি করতে হবে।
৪. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও
৪.১ কেন আমরা সাধারণতন্ত্র দিবস পালন করি?
উঃ সাধারন্তন্ত্র মানে হল সাধারণ মানুষই দেশ চালাবে। সাধারণ মানুষ ভোটে জিতে সরকারের প্রধান হতে পারে । স্বাধীন দেশটা আমরা কেমন করে চালাব তার এমন নিয়ম চালু হয়েছিল ১৯৫০ সালের ২৬ শে জানুয়ারী । তাই এই দিনটি আমরা সাধারণতন্ত্র দিবস হিসাবে পালন করি।
Click Here To Download The Pdf
Very good solution