Future Indefinite Tense/ সাধারন ভবিষ্যৎ কাল
ভবিষ্যতে সাধারন ভাবে কোন কাজ ঘটবে এরুপ বোঝালে Future Indefinite Tense/ সাধারন ভবিষ্যৎ কাল
হবে।
বাংলায় চেনার উপায়ঃ
বাংলায় ক্রিয়াপদের শেষে বে,ব,বা,বি বেন এদের যে কোন একটি উল্লেখ থাকবে
1.Positive Sentence: Future Indefinite Tense/ সাধারন ভবিষ্যৎ কাল এ হ্যাঁ বাচক বাক্য লেখার নিয়ম হল
Structure:
Subject+ Shall/will + Verb + Object
Note- I ,We থাকলে হয় Shall আর You, He, She বা 3rd person এর ক্ষেত্রে হবে Will
Example:
আমরা আগামীকাল চিড়িয়াখানায় যাব- We shall go to Zoo tomorrow.
-তোমরা ক্রিকেট ম্যাচটি জিতবে- You will win the cricket match.
-সে সোমবার কলেজে যাবে – He will go to college on Monday.
2.Negative Sentence: Future Indefinite Tense/ সাধারন ভবিষ্যৎ কাল এ না বাচক বাক্য লেখার নিয়ম হল
Structure:
Subject+ Shall/will +not+ Verb + Object
Example:
-তুমি আগামীকাল বাইরে যাবে না-You will not go outside tomorrow.
-তারা মাঠে ফুটবল খেলবে না- They will not play football in the field.
-আমি এই গরমের ছুটিতে দার্জিলিং যাব না -I shall not go to Darjeeling in this Summer vacation.
3.Positive Interrogative Sentence: Future Indefinite Tense/ সাধারন ভবিষ্যৎ কাল এ হ্যাঁ বাচক প্রশ্ন লেখার নিয়ম হল
Structure:
Shall/will +Subject + Verb + Object?
Example:
-আমরা কি আগামিকাল মেলায় যাবো?- Will we go to the fair tomorrow?
-তুমি কি আমাকে চিঠি লিখবে?- Will you write letter to me?
-আপনি কি আমাদের ইংরাজি পড়াবেন?- Will you teach us English
4.Negative Interrogative Sentence: Future Indefinite Tense/ সাধারন ভবিষ্যৎ কাল এ না বাচক প্রশ্ন লেখার নিয়ম হল
Structure:
Shall/will +not +Subject + Verb + Object?
Or
Shall/will +Subject + not+ Verb + Object?
Example:
–তুমি কি আগামীকাল স্কুলে যাবে না?- Will you not go to school tomorrow?
-সে কি দিঘায় বেড়াতে যাবে না?- Will not he visit Digha?
-তারা কি পরীক্ষায় বসবে না? Will not they sit for exam?
5.Wh-word Positive Interrogative Sentence: Future Indefinite Tense/ সাধারন ভবিষ্যৎ কাল এ Where(কোথায়), Why(কেন), When(কখন), What(কি),Which(কোনটিন্তি)(কে)How(কিভাবে), দিয়ে হ্যাঁ বাচক প্রশ্ন লেখার নিয়ম হল
Structure:
Wh-word +Shall/will +Subject + Verb + Object?
Example:
-সে গরমের ছুটিতে কোথায় বেড়াতে যাবে? – Where will he visit in summer vacation?
-তুমি কোন গল্পের বইটি পরবে?- Which story book will you read?
-আমরা কবে মামাবাড়ি যাব ? -When shall we go to uncle’s house?
6.Wh-word negative Interrogative Sentence: Future Indefinite Tense/ সাধারন ভবিষ্যৎ কাল এ Where(কোথায়), Why(কেন), When(কখন), What(কি),Which(কোনটিন্তি)(কে)How(কিভাবে), দিয়ে না বাচক প্রশ্ন লেখার নিয়ম হল
Structure:
Wh-word +Shall/will+not +Subject + Verb + Object?
Or
Wh-word +Shall/will +Subject +not+ Verb + Object?
Example:
–তিনি কোন বিষয় তোমাদের পড়াবেন না? -Which subject will not he teach you?
-তোমরা কখন ফুটবল খেলতে যাবে না?- When will you not go to play football?
-আমি কেন তোমার সঙ্গে যাব না? – Why Shall not I go with you?
Click here to download the Pdf