Model Activity Task 2022 January
Class 9| Math | Part-1
মডেল অ্যাক্টিভিটি টাস্ক-২০২২| জানুয়ারী
নবম শ্রেণী | গ্ণিত | পার্ট –১ |
পূর্ণমান- ২০
- ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ :
(ক) -2/3 সংখ্যাটি –
(a) একটি ঋণাত্মক পূর্ণসংখ্যা
(b) একটি অখণ্ড সংখ্যা
(c) একটি স্বাভাবিক সংখ্যা।
(d) একটি মূলদ সংখ্যা
(খ) 0.4504500450045……..সংখ্যাটি একটি
(a) আবৃত্ত দশমিক সংখ্যা
(b) অসীম ও আবৃত্ত দশমিক সংখ্যা
(c) মূলদ সংখ্যা
(d) অসীম ও অনাবৃত্ত দশমিক সংখ্যা
(গ) π ও e হল
(a) মূলদ সংখ্যা
(b) পূর্ণসংখ্যা
(c) স্বাভাবিক সংখ্যা
(d) তুরীয় অমূলদ সংখ্যা
- সত্য/মিথ্যা লেখ :
(ক) সংখ্যাটি একটি শুদ্ধ আবৃত্ত দশমিক ভগ্নাংশ।
উত্তর: সত্য
(খ) ‘0’-কে p/q আকারে প্রকাশ করা যায় যেখানে p এবং q পূর্ণসংখ্যা এবং q ≠ 0 ।
উত্তর: সত্য
(গ) সব পূর্ণসংখ্যাই অখণ্ড সংখ্যার অন্তর্ভুক্ত।
উত্তর: সত্য
- সংক্ষিপ্ত উত্তর দাও :
(ক) দুটি উদাহরণের সাহায্যে দেখাও যে দুটি পূর্ণসংখ্যার ভাগফল পূর্ণসংখ্যা হতেও পারে আবার নাও হতে পারে।
উত্তর:
(খ) (-4)² = কত? √16= কতো?
উত্তর:
(-4)2 = -4×-4 = + 16
√16 = √4×4 = +_ 4
(গ) একটি উদাহরণ দিয়ে দেখাও যে দুটি অমূলদ সংখ্যার গুণফল সর্বদা অমূলদ সংখ্যা হবে না।
উত্তর: ধরি দুটি অমূলদ সংখ্যা = √3, √5
সংখ্যা দুটির গুনফল =√3× √5 =√15
আবার ধরি দুটি অমূলদ সংখ্যা =√5×√5= 5
∴ দুটি অমূলদ সংখ্যার গুনফল সর্বদা অমূলদ সংখ্যা হবে না।
(ক) স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে সংখ্যা রেখার উপর √3 সংখ্যাটিকে স্থাপন করে দেখাও।
উত্তর: √3 সংখ্যারেখায় স্থাপন :-
√3 = √(2+1)
(খ) সংখ্যারেখা অঙ্কন করে 13/6, 14/6, 15/6 মূলদ সংখ্যাগুলি স্থাপন কর।
উত্তর: নীচে সংখ্যারেখার মাধ্যমে সংখ্যাগুলি স্থাপন করে দেখানো হলো –
Click Here To Download The Pdf
O
Valo
Valo video
Iam very happy 😊😊