Wednesday, January 22, 2025
HomeModel ActivityClass 6Model Activity Task 2022 January Class 6| History | Part-1 মডেল অ্যাক্টিভিটি...

Model Activity Task 2022 January Class 6| History | Part-1 মডেল অ্যাক্টিভিটি টাস্ক-২০২২| জানুয়ারী ষষ্ঠ শ্রেণী |  ইতিহাস | পার্ট –১ |

Model Activity Task 2022 January

Class 6| History | Part-1

মডেল অ্যাক্টিভিটি টাস্ক-২০২২| জানুয়ারী

ষষ্ঠ শ্রেণী |  ইতিহাস | পার্ট –১ |

পূর্ণমান- ২০

১. ঠিক ভুল নির্ণয় করঃ

(ক) বিন্ধ্য পর্বতের দক্ষিণ ভাগকে বলা হতো দাক্ষিণাত্য। ঠিক

(খ) হর্ষচরিত লিখেছিলেন হর্ষবর্ধন । ভুল

(গ) জাদুঘরে থাকে পুরনো দিনের নানা প্রত্নবস্তু। ঠিক

২. স্তম্ভ মেলাও

উঃ

ক- স্তম্ভ খ- স্তভ
শকাব্দ কণিষ্ক
গুপ্তাব্দ প্রথম চন্দ্রগুপ্ত
হর্ষাব্দ হর্ষবর্ধন

৩. অতি সংক্ষেপে উত্তর দাও( একটি- দুটি বাক্যে)

(ক) কোন অঞ্চলকে আর্যাবর্ত বলা হত?

উঃ বিন্ধ্য পর্বতের উত্তর অংশকে আর্যাবর্ত বলা হয়। ভারতবর্ষের এই উত্তর অংশে সাধারণভাবে আর্যরা বসবাস করত বলে ওই অঞ্চলে আর্যবর্ত বলা হত|

(খ) প্রায় ঐতিহাসিক যুগ কাকে বলে?

উত্তরঃ প্ৰাক-ঐতিহাসিক যুগের পর এক সময় মানুষ লিখতে শিখল| কিন্তু সেই সময়কার সাহিত্যিক উপাদানের এখনও কেউ অর্থ উদ্ধার করতে পারে  নি। তাই এই সময়কে প্রায়-ঐতিহাসিক যুগ বলা হয়।

৪. নিজের ভাষায় লেখো( তিন- চারটি বাক্যে)

(ক) প্রশস্তি কি? মুদ্রা কীভাবে ইতিহাস নির্মানে সাহায্য করে?

প্রশস্তি কথার অর্থ হল গুনোগান| অনেক শাসকের গুনগান পাথরের উপরে লেখ হিসাবে খোদাই করা হত| এই প্রশস্তিগুলি থেকে সে সময়ের অনেক তথ্য জানা যায়। যেমন – সম্রাট সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি।

প্রাচীন ভারতের ইতিহাস জানার জন্য মুদ্রাগুলি অনেক কাজে লাগে। মুদ্রায় শাসকের নাম ছবি ইত্যাদি খোদাই করা আছে |ওই মুদ্রা গুলিতে লেখা অব্দ এবং ছবি থেকে ইতিহাসের অনেক কথা জানা যায়। যেমন মুদ্রা থেকেই শক ও কুষাণদের অনেক ইতিহাস জানা যায়।

(খ) সাহিত্য উপাদানের সমস্যাগুলি কী কী?

উঃ সাহিত্য উপাদানের সমস্যা গুলি হল-  

(১) বিদেশিরা ভারতীয় উপমহাদেশের সংস্কৃতি বুঝতেন | ফলে অনেক কিছুর মানে বুঝতে তাদের ভুল হয়েছিল। (২)দেশী ও বিদেশী সাহিত্যের  অনেক লেখার মধ্যে পক্ষপাতিত্ব ছিল| 

(৩) কাব্য-নাটকে সমাজের নীচু তলার মানুষের কথা বিশেষ জানা যায় না। 

(৪) অধিকাংশ সাহিত্যের বর্ণনা মনগড়া|

Click Here To download The Pdf

RELATED POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Recent Posts

error: Content is protected !!