Wednesday, January 22, 2025
HomeModel ActivityClass 10Model Activity task 2021(August) Class-10 | Physical Science |( Part-5) মডেল অ্যাক্টিভিটি...

Model Activity task 2021(August) Class-10 | Physical Science |( Part-5) মডেল অ্যাক্টিভিটি টাস্ক ২০২১ | আগস্ট দশম শ্রেণী | ভৌত বিজ্ঞান  | ( পার্ট -৫)

Model Activity task 2021(August)

Class-10 | Physical Science |( Part-5)

মডেল অ্যাক্টিভিটি টাস্ক ২০২১ | আগস্ট

দশম শ্রেণী | ভৌত বিজ্ঞান  | ( পার্ট)

. ঠিক উত্তর নির্বাচন করো

. যেটি মৃদু তড়িৎবিশ্লেষ্য সেটি হলো

(ক) সোডিয়াম ক্লোরাইড (খ) অ্যামোনিয়াম সালফেট (গ) সালফিউরিক অ্যাসিড () অ্যাসিটিক অ্যাসিড

. অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করতে হলে যে যৌগটি উপযুক্ত তা হলো

(ক) P4O10 (খ) গাঢ় H2SO4 (গ) অনার্দ্র CaCl2 () CaO

. তাপ পরিবাহিতাঙ্কের SI একক হলো

(ক) WmK
(খ) Wm-1 K
() Wm-1K-1
(ঘ) WmK-1

. নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা তা নিরূপণ করো:

২.১ তড়িৎবিশ্লেষণের সময় দ্রবণের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহণ করে ইলেকট্রন।
উত্তর: মিথ্যা।

২.২ ধাতুর আকরিক থেকে ধাতু নিষ্কাশনে বিজারণ অপরিহার্য ।
উত্তর : সত্য।

২.৩ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের এককে দৈর্ঘ্যের একক নেই
উত্তর: সত্য।

. সংক্ষিপ্ত উত্তর দাও :

. ক্যালশিয়াম কার্বনেটের মধ্যে ভর হিসাবে ক্যালশিয়ামের শতকরা পরিমাণ নির্ণয় করো (Ca=40)

উত্তর: ক্যালশিয়াম কার্বনেট ( CaCO3)-এর গ্রাম-আণবিক ভর = 40+12 + ( 16 × 3) = 100

100g ক্যালশিয়াম কার্বনেটের ক্যালশিয়ামের এর পরিমাণ 40g

∴ ক্যালশিয়াম কার্বনেটের মধ্যে ভর হিসাবে ক্যালশিয়ামের শতকরা পরিমাণ= 

40×100/100 = 40 %

. অ্যামোনিয়া, সালফার ট্রাইঅক্সাইড ইত্যাদির শিল্প উৎপাদনে ব্যবহৃত অনুঘটক সূক্ষ্ম চুর্ণ আকারে রাখা হয় কেন?

উত্তর: অ্যামোনিয়া, সালফার ট্রাইঅক্সাইড ইত্যাদির শিল্প উৎপাদনে ব্যবহৃত তনুঘটক সূক্ষ্ম চুর্ণ আকারে রাখা হয় কারন –

(i) পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৃদ্ধি : শিল্প প্রস্তুতিতে বিভিন্ন অনুঘটকীয় বিক্রিয়া গুলি অনুঘটকের পৃষ্ঠতলের সংস্পর্শে ঘটে । কোন অনুঘটক বিচূর্ণ অবস্থায় থাকলে তার পৃষ্ঠতলের ক্ষেত্রফলবাড়ে। অনুঘটকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল যত বাড়ে তার সক্রিয় কেন্দ্রের সংখ্যাও তত বাড়ে।

(ii) অধিশোষণের ক্ষমতাবৃদ্ধি : বিচূর্ণ অনুঘটকের ক্ষেত্রে বিক্রিয়ার হার বৃদ্ধি পায় এবং বিক্রিয়াজাত পদার্থের উৎপাদন হার বাড়তে থাকে ।

৪. নীচের প্রশ্নটির উত্তর দাও :

. একটি তড়িৎকোষের তড়িচ্চালক বল 10V আভ্যন্তরীণ রোধ 2 ওহম। তড়িৎকোষটিকে ওহম রোধকের সঙ্গে যুক্ত করা হল। রোধকটিতে 60 সেকেণ্ডে কত জুল তাপ উৎপন্ন হবে তা নির্ণয় করো।

উত্তর : তড়িৎকোষের তড়িচ্চালক বল (E)= 10V

তড়িৎকোষের আভ্যন্তরীণ রোধ (r) =2 ওহম

বাইরের রোধ (R) = 8ওহম

সময় (t) = 60 সেকেণ্ড

∴ তড়িৎ প্রবাহ মাত্রা (I) = E/(R+r)
= 10/(8+2)

=10/10 A

= 1A

এখন রোধকটিতে 60 সেকেণ্ডে উৎপন্ন তাপ (H) = I2Rt

= 12 × 8 × 60 জুল
= 480 জুল

Click Here To Download  The Pdf

RELATED POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Recent Posts

error: Content is protected !!