Monday, October 14, 2024
HomeModel ActivityClass 6CLASS 6 MODEL ACTIVITY TASK|GEOGRAPHY| NEW PART 4| মডেল অ্যাক্টিভিটি টাস্ক| ষষ্ঠ শ্রেণী| ভূগোল|...

CLASS 6 MODEL ACTIVITY TASK|GEOGRAPHY| NEW PART 4| মডেল অ্যাক্টিভিটি টাস্ক| ষষ্ঠ শ্রেণী| ভূগোল| পার্ট -৪

CLASS 6 MODEL ACTIVITY TASK GEOGRAPHY NEW PART 4

মডেল অ্যাক্টিভিটি টাস্ক
ষষ্ঠ শ্রেণী

ভূগোল পার্ট

 

বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখঃ

.ঠিক জোড়টি নির্বাচন কর৷

ক) গ্রহ – নিজস্ব আলো আছে

খ) গ্রহাণু – গ্রহের তুলনায় আয়তনে বড়

উপগ্রহ – নক্ষত্রের আলোয় আলোকিত

ঘ) উস্কা – লেজবিশিষ্ট উজ্জ্বল জ্যোতিষ্ক

. নিরক্ষরেখার সমান্তরালে উত্তর গোলার্ধে বিস্তৃত কাল্পনিক রেখা হলো –

ক) মকরক্রান্তি রেখা

কর্কটক্রান্তি রেখা

গ) মূলমধ্য রেখা

ঘ) কুমেরুবৃত্ত রেখা

. নীচের যে রাজ্যটির ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা বিস্তৃত সেটি হলো –

ক) অরুণাচল প্রদেশ

খ) মহারাষ্ট্র

গ) হিমাচল প্রদেশ

পশ্চিমবঙ্গ

.বাক্যটি সত্য হলেঠিকএবং অসত্য হলেভুললেখো:

. গোলাকার পৃথিবী দ্রুত গতিতে আবর্তন করায় এটি মাঝ বরাবর স্ফীত।

উঃ- ভুল।

.     ১৮০° দ্রাঘিমারেখা প্রকৃতপক্ষে একটিই রেখা।

উঃ- ঠিক

. সূর্যের দৈনিক আপাত গতির মূল কারণ পৃথিবীর আবর্তন।

উঃ- ঠিক

..তারার রঙের সঙ্গে উষ্ণতার সম্পর্ক লেখো।

উঃ যেসব তারার রং লালচে তাদের উষ্ণতা কম হয়। হলুদ বর্নের তারার উষ্ণতা মাঝারি হয়। যেসব তারার রং নীল তারা উষ্ণ ও উজ্জ্বল হয়। যে সব তারার রং সাদা তারা উষ্ণ ও খুব বড়ো হয়।

. পৃথিবীর কাল্পনিক অক্ষ মেরুরেখা  নিরক্ষরেখার সঙ্গে কত ডিগ্রি কোণে হেলে অবস্থান করছে তা এঁকে দেখাও।

উঃ

.হিমালয়ের উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত তিনটি সমান্তরাল পর্বতশ্রেনির সংক্ষিপ্ত বর্ণনা দাও।

উঃ- হিমালয়ের উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত তিনটি সমান্তরাল পর্বতশ্রেনি হল-

ক)হিমাদ্রি হিমালয়

খ)হিমাচল হিমালয়

গ)শিবালিক হিমালয়

) হিমাদ্রি হিমালয়ঃ এই অঞ্চলের উচ্চতা সবচেয়ে বেশি।| এখানে পর্বত শৃঙ্গ গুলো সারাবছর বরফে আবৃত থাকে৷ এই অঞ্চলের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট।

)হিমাচল হিমালয়ঃ হিমাচল হিমাদ্রি হিমালয়ের দক্ষিণে বিস্তৃত। এই অংশে অবস্থিত মৌশরী,মানালি ও দার্জিলিং।

শিবালিক হিমালয়ঃ শিবালিক হিমাচল পর্বতের দক্ষিণে অবস্থিত। শিবালিক ও হিমাচল এর মাঝের সংকীর্ণ অংশ দুন নামে পরিচিত।

Click Here To Download  The PDF

RELATED POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Recent Posts

error: Content is protected !!