Model Activity Task 2021 Compilation(Final)
Class 6| Math | Part- 8
মডেল অ্যাক্টিভিটি টাস্ক কম্পিলেশন ২০২১
ষষ্ঠ শ্রেণী | গণিত | পার্ট – ৮|
৫০ Marks
নিচের প্রশ্নগুলির উত্তর লেখ :
1বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন (MCQs)
(i)আট অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে সাত অঙ্কের বৃহত্তম সঙ্খ্যার বিয়োগফল হলো
(a) (00000001 – 9999999)
(b) (11111111 – 9999999)
(c) (100000000 – 9999999)
(d) 10000000 – 9999999)
(ii)500 সংখ্যাটিকে রোমান সংখ্যায় লিখলে পাব
(a)C (b) D (c) L (d) M
(vii)অংশ ডিম নষ্ট হলে ডিম নষ্ট হয়েছে শতকরা
(a) 25% (b)25 (c)100 (d)400
(2) সত্য/ মিথ্যা লেখো (T/F)
(i) 500 গ্রাম = 0.05 কিগ্রা (মিথ্যা)
(ii) 1/3 ÷ 15 = 5 (মিথ্যা)
)iii) 50 টাকার 1/ 5 অংশ থেকে 10 টাকা নিয়ে নিলে আর কোনো টাকাই পড়ে থাকবে না। (সত্য)
(iv) 5501 এর সবথেকে কাছের 1000 এর গুণিতকে পুর্ণ সংখ্যা হল 6000 (সত্য)
(v) –2.1 হল একটি ঋণাত্মক পূর্ণসঙ্খ্যা। (মিথ্যা)
3.(i)স্তম্ভ মেলাও ( যে কোনো তিনটি)
প্রথম স্তম্ভ | দ্বিতীয় স্তম্ভ |
i) y−7<20 | d) y-7, 20 – এর থেকে ছোট |
ii) y−7≥20 | e) y-7, 20 এর সমান এবং 20 – এর থেকে বড় |
iii) y−7≠20 | b) y-7, 20 এর অসমান |
iv) y−7≤20 | a) y-7, 20 এর সমান এবং 20 – এর থেকে ছোট |
v) y−7>20 | c) y-7, 20 – এর থেকে বড় |
.(ii)স্তম্ভ মেলাও ( যে কোনো তিনটি)
ক | খ |
(i)একটি নিরেট চোঙের বক্রতল ও সমতলের সংখ্যা যথাক্রমে | (a) 1,2 |
(ii)একটি নিরেট শঙ্কুর বক্রতল ও সমতলের সংখ্যা যথাক্রমে | (a) 1,1 |
(iii)বর্গাকার ভুমিযুক্ত প্রিজমের ধার সংখ্যা ও তল সংখ্যা যথাক্রমে | (d)12, 6 |
(iv)বর্গাকার ভুমিযুক্ত পিরামিডের ধার সংখ্যা ও তল সংখ্যা যথাক্রমে | (b) 8,5 |
4.সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন
(i) তুমি তোমার দাদার থেকে 5 বছরের ছোট । চল ব্যবহার করে তোমার দাদার বয়সকে তোমার বয়সের সাহায্যে প্রকাশ কর ।
সমাধানঃ ধরি আমার বয়স x বছর ।
আর আমি দাদার চেয়ে 5 বছরের ছোট অর্থাৎ দাদা আমার চেয়ে 5 বছরের বড় ।
অর্থাৎ , দাদার বয়স (x+5) বছর ।
(ii) 5005005 সংখ্যাটিকে স্থানীয়মানে বিস্তার করে লেখ ।
সমাধানঃ 5000000+5000+5
(iii)
ক | খ |
A.সমরেখ | চিত্র (b) |
B.অসমরেখ | চিত্র (a) |
C.সমবিন্দু | চিত্র (c) |
(iv) A হাতের কাজে 50 এর মধ্যে 20 নম্বর পেয়েছে, কিন্তু B 25 এর মধ্যে 10 নম্বর পেয়েছে। কে বেশি পেয়েছে শতকরার সাহায্যে নির্ণয় কর।
(v) একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 14.4 সেমি। ত্রিভুজটির 1 টি বাহুর দৈর্ঘ্য দশমিক সংখ্যায় লেখ।
সমাধানঃ একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা= 3 × 1 টি বাহুর দৈর্ঘ্য
∴ 1 টি বাহুর দৈর্ঘ্য= সমবাহু ত্রিভুজের পরিসীমা÷3
= 14.4 সেমি ÷ 3
∴ত্রিভুজটির 1 টি বাহুর দৈর্ঘ্য= 4.8 সেমি
Click Here To Download The Pdf
calls, 6
Hi